বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হওয়ায় কৃষক লীগের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম রাজুকে সংগঠন থেকে স্থায়ীভাবে অব্যহতি দেওয়া হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন ও সাধারণ সম্পাদক মো. মনি মল্লিক স্বাক্ষরিত চিঠিতে বহিস্কারের তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ বিতর্কিত বেশকিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জেলা কৃষকলীগ পর্যালোচনা করে অনুভব করি, আপনার কর্মকাণ্ড সম্পূর্ণ দলীয় শৃঙ্খলার পরিপন্থি। সুতরাং আপনাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় সকল কর্মকাণ্ড হইতে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।
বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাসেম শিপন বলেন, দলীয় শৃঙ্খলার পরিপন্থী কার্যক্রমের কারণে সর্বসম্মতিক্রমে রেজাউল ইসলাম রাজুকে সংগঠন থেকে স্থায়ীভাবে অব্যহতি অব্যহতি প্রদান করা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও জানানো হয়েছে। সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে বাগেরহাট-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যপক আলোচিত-সমালোচিত হন জেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজু। বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমে শেষে সাংবাদিকরা তার কাছে দলের জেলা কমিটির সভাপতি, কেন্দ্রীয় কমিটির মহাসচিবসহ শীর্ষ নেতাদের নাম জানতে চাইলেও তিনি বলতে পারেননি। বলতে পারেননি জেলা কার্যালয়ের ঠিকানাও।
মন্তব্য করুন