লালমনিরহাটের পাটগ্রাম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কাছাকাছি হওয়ায় বরাবরই শীতের তীব্রতা দেশের অনেক জেলা থেকে একটু বেশি অনুভূত হয়। ডিসেম্বরের শুরুর দিকে শীতের আবহ তেমন অনুভূত না হলেও হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের এ উপজেলা। সে সঙ্গে কমেছে তাপমাত্রা। রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
এদিকে শনিবার থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে লালমনিরহাটে আশপাশ। রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। শনিবার সন্ধ্যা থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে কুয়াশার পরিমাণ। দিনের বেলা খানিক সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে না পারার কারণে শীতের তীব্রতা অনুভূত হয় দিনজুড়ে। বিকেল গড়াতেই আবারও শীত অনুভূত হতে থাকে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, সকাল ৯টায় লালমনিরহাটে ও কুড়িগ্রাম জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশা হয়ে ঝরে যাচ্ছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসার জহির উদ্দিন বাবর বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত নিউমোনিয়া আক্রান্ত বেশি শিশু ভর্তি হচ্ছেন। আমরা যাথাসাধ্য চেষ্টা করছি রোগীদের সেবা দিতে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সকাল ৯টায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
মন্তব্য করুন