কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের জানাযা নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে কুসিকের প্রয়াত এ মেয়রকে নগরীর টমসমব্রীজ কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে মেয়রের মরদেহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হলে সেখানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করে। এরপর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা নামাজের জন্য নিয়ে যাওয়া হয়।
গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মেয়র রিফাত। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে নানা সংক্রমণ নিয়ে শ্বাস-প্রশ্বাস জনিত জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেয়রের মরদেহ বাংলাদেশ নিয়ে আসা হয়।
মন্তব্য করুন