আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে তা বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে নেত্রকোনা জেলা বিএনপি। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা পৌর শহরে আবু আব্বাস কলেজের সামনে এবং বনুয়াপাড়া মোড়ে জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ ফকির, জেলা বিএনপির সদস্য মেহেরুল আলম রাজু, মোখলেসুর রহমান খসরু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজাহারুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সামছুল হুদা শামীম, এসএম দেলোয়ার, সোহাগ, রুবেল ফারাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, পৌর যুবদলের সদস্য সচিব টুটন আহমেদ, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ উল্লাহ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ মোখশেদুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোক্তাকিম বিল্লা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম মোল্লা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন কাঞ্চন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আইনুল হক এবিসি, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আঞ্জুল হকসহ অনেকেই।
মন্তব্য করুন