মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, আমার কাছে কোনো দলমত নেই। আমার কাছে আসতেও কাউকে ধরতে হবে না, আমাকে আপনারা সবাই পাবেন। সবাই আসতে পারবেন। এ নৌকা দেশের ১৬ কোটি মানুষের জন্য। আমার নেত্রী দেশের ১৬ কোটি মানুষের। আমার কাছে দলমত নির্বিশেষে সব মানুষ আসতে পারবেন। এর জন্য আপনাদের আগামী ৭ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাহলেই নেত্রী আমার আসনে বেশি বেশি বরাদ্দ দেবেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার এলাকায় নির্বাচনী সভায় এ বক্তব্য রাখেন।
তিনি বলেন, আমি উন্নয়নের জন্য এসেছি। মানুষের জন্য কাজ করা ছাড়া আমি কিছু বুঝি না। আমি এ অঞ্চলের কাজিরবাজার সেতু করে দেব। আপ্তাব উদ্দিন স্কুল আমরা কলেজ করে দেব। এ মৌলভীবাজার-শেরপুর সড়ক চার লেন হবে। আমি শপথ নেওয়ার তিন দিনের মধ্যে এসব কাজের ডিও লেটার দেব। তাই ৭ তারিখ নৌকা মার্কার জয় হবে।
জনসভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব প্রমুখ।
এর আগে জিল্লুর রহমান রাজনগর উপজেলার দক্ষিণ ধাইসার জামে মসজিদ ও ধাইসার এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা এবং মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজারের মাজহার চৌধুরী মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
মন্তব্য করুন