মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন ৩ তলা একটি ভবন থেকে পড়ে আনোয়ার মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।
শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর শহরস্থ দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর শহরস্থ দক্ষিণ বাজারে একটি নির্মাণাধীন তৃতীয় তলা ভবনে কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় ভবন ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পর্শে আনোয়ার নিচে পড়ে যান। এ ঘটনায় আরেক শ্রমিক রুমন মিয়া (২৯) ভবনের ছাদে অজ্ঞান হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ও সিলেটে প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে আনোয়ার মারা যায়।
কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত নির্মাণ শ্রমিক আনোয়ারের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন