দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সদস্য সদস্য নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। এ নিয়ে তিনির সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আসনটি তিনি ছাড়াও আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে নৌকা প্রতীকে তিনি দুই লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুহিদ হাসানী (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) মোমবাতি প্রতীক নিয়ে পাঁচ হাজার ৩৯০ ভোট পেয়েছেন। এছাড়া মোঃ আনোয়ার হোসাইন (ইসলামি ঐক্যজোট) মিনার প্রতীক নিয়ে পাঁচ হাজার ৬৮ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার রয়েছেন চার লাখ ৫৯ হাজার ১০১ জন। ১৬০টি কেন্দ্রে আসনটির ভোট অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা নির্বাচিত হন : ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মোহাম্মদ ইলিয়াস। ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচন জাতীয় পার্টি থেকে আহাদ মিয়া। (১৯৮৮ সালের নির্বাচন আওয়ামী লীগ, বিএনপিসহ প্রধান রাজনৈতি দল নির্বাচন বর্জন করে) ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ট সংসদ নির্বাচনে বিএনপি থেকে শফিকুর রহমান। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম নির্বাচনে সংসদ আওয়ামী লীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচনে আওয়া মীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ নির্বাচিত হন।
মন্তব্য করুন