শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মৃত ভেবে ফেলে যাওয়া গলাকাটা গৃহবধূ ও শিশু বেঁচে আছেন

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা

শেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ ও তার সাত বছর বয়সী শিশুসন্তান নাদিফাকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তারা দুজনের গলা কেটে মৃত ভেবে ফেলে যায়। ওই দুজন এখনো বেঁচে রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা। তবে এখনো শঙ্কামুক্ত নন।

এদিকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গোপালখিলা সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ কর্মসূচি থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

জানা যায়, আহত গৃহবধূ নুরজাহানের স্বামী সাইফুল ইসলাম ঢাকায় রিকশা চালান। নুরজাহান শিশু সন্তানকে নিয়ে বাড়িতেই থাকেন। এদিকে দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী আব্দুস ছালাম ওরফে ঠান্ডুর ছেলে শাহিনের বিরোধ চলছে। সম্প্রতি বিরোধপূর্ণ জমি ছেড়ে না দেওয়ায় শাহিনসহ অজ্ঞাত তিনজন গত ৪ জানুয়ারি গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করেন।

পরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত গৃহবধূ নুরজাহান ও তার মেয়ে নাদিফার ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নুরজাহানের গলায়, মুখে, মাথায় এবং শিশু সন্তানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে ওই নারীর গলায় তিনটি অংশে ৮৬টি শেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত গৃহবধূর ভাসুর বাদী হয়ে গত ৬ জানুয়ারি প্রতিবেশী শাহিনসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবারের মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে নুরজাহান ও তার মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এ ছাড়া রাতে গ্রামের লোকজন সন্ত্রাসীদের ভয়ে ঘর থেকে কেউ বের হয় না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

গরজরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের খোঁজ নিয়েছি। আইনগত সহায়তার ব্যবস্থা করেছি। আমি অপরাধীদের শাস্তি দাবি করছি।’

এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, ঘটনার পরের দিনই প্রধান আসামি শাহিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কে জড়িত তা বের করে সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া শাহীনের বাবা আব্দুস ছালাম ওরফে ঠান্ডু বলেন, ‘ঘটনার সময় আমরা ঘুমে ছিলাম। কিছু জানি না। আল্লাহ ভালো জানেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতারি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দামে কাঁচামাল

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১০

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১১

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১২

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৩

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৪

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৫

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৬

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৭

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৮

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

১৯

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

২০
X