শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মৃত ভেবে ফেলে যাওয়া গলাকাটা গৃহবধূ ও শিশু বেঁচে আছেন

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা

শেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ ও তার সাত বছর বয়সী শিশুসন্তান নাদিফাকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তারা দুজনের গলা কেটে মৃত ভেবে ফেলে যায়। ওই দুজন এখনো বেঁচে রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা। তবে এখনো শঙ্কামুক্ত নন।

এদিকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গোপালখিলা সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ কর্মসূচি থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

জানা যায়, আহত গৃহবধূ নুরজাহানের স্বামী সাইফুল ইসলাম ঢাকায় রিকশা চালান। নুরজাহান শিশু সন্তানকে নিয়ে বাড়িতেই থাকেন। এদিকে দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী আব্দুস ছালাম ওরফে ঠান্ডুর ছেলে শাহিনের বিরোধ চলছে। সম্প্রতি বিরোধপূর্ণ জমি ছেড়ে না দেওয়ায় শাহিনসহ অজ্ঞাত তিনজন গত ৪ জানুয়ারি গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করেন।

পরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত গৃহবধূ নুরজাহান ও তার মেয়ে নাদিফার ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নুরজাহানের গলায়, মুখে, মাথায় এবং শিশু সন্তানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে ওই নারীর গলায় তিনটি অংশে ৮৬টি শেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত গৃহবধূর ভাসুর বাদী হয়ে গত ৬ জানুয়ারি প্রতিবেশী শাহিনসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবারের মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে নুরজাহান ও তার মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এ ছাড়া রাতে গ্রামের লোকজন সন্ত্রাসীদের ভয়ে ঘর থেকে কেউ বের হয় না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

গরজরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের খোঁজ নিয়েছি। আইনগত সহায়তার ব্যবস্থা করেছি। আমি অপরাধীদের শাস্তি দাবি করছি।’

এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, ঘটনার পরের দিনই প্রধান আসামি শাহিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কে জড়িত তা বের করে সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া শাহীনের বাবা আব্দুস ছালাম ওরফে ঠান্ডু বলেন, ‘ঘটনার সময় আমরা ঘুমে ছিলাম। কিছু জানি না। আল্লাহ ভালো জানেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার প্রশ্নে ইলন মাস্ককেও ছাড়লেন না ট্রাম্প

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

প্লট দুর্নীতি  / শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শহীদ আবু সাঈদের সেই ফেসবুক পোস্ট আবার ভাইরাল

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

হবিগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান

শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি : নাহিদ 

অনলাইনে শীর্ষে কালবেলা 

৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ঠেকাতে ঘণ্টাব্যাপী লাঠিচার্জ

১১

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

১২

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

১৩

এনআইডিতে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭ 

১৪

আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস কনফারেন্স সম্পন্ন 

১৫

মেগাস্টার শাকিব, অন্য সবাই চিত্রনায়ক কেন : জাহিদ হাসান

১৬

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থন ১৪ জুলাই

১৭

সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই : আখতার

১৮

‘কনজুমার খাত ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে’

১৯

চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান

২০
X