শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মৃত ভেবে ফেলে যাওয়া গলাকাটা গৃহবধূ ও শিশু বেঁচে আছেন

জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা
জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা

শেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ ও তার সাত বছর বয়সী শিশুসন্তান নাদিফাকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। তারা দুজনের গলা কেটে মৃত ভেবে ফেলে যায়। ওই দুজন এখনো বেঁচে রয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তারা। তবে এখনো শঙ্কামুক্ত নন।

এদিকে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গোপালখিলা সড়কে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ কর্মসূচি থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

জানা যায়, আহত গৃহবধূ নুরজাহানের স্বামী সাইফুল ইসলাম ঢাকায় রিকশা চালান। নুরজাহান শিশু সন্তানকে নিয়ে বাড়িতেই থাকেন। এদিকে দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইফুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী আব্দুস ছালাম ওরফে ঠান্ডুর ছেলে শাহিনের বিরোধ চলছে। সম্প্রতি বিরোধপূর্ণ জমি ছেড়ে না দেওয়ায় শাহিনসহ অজ্ঞাত তিনজন গত ৪ জানুয়ারি গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করেন।

পরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত গৃহবধূ নুরজাহান ও তার মেয়ে নাদিফার ওপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নুরজাহানের গলায়, মুখে, মাথায় এবং শিশু সন্তানের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এতে ওই নারীর গলায় তিনটি অংশে ৮৬টি শেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত গৃহবধূর ভাসুর বাদী হয়ে গত ৬ জানুয়ারি প্রতিবেশী শাহিনসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবারের মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে নুরজাহান ও তার মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এ ছাড়া রাতে গ্রামের লোকজন সন্ত্রাসীদের ভয়ে ঘর থেকে কেউ বের হয় না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

গরজরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের খোঁজ নিয়েছি। আইনগত সহায়তার ব্যবস্থা করেছি। আমি অপরাধীদের শাস্তি দাবি করছি।’

এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম বলেন, ঘটনার পরের দিনই প্রধান আসামি শাহিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদে কে জড়িত তা বের করে সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া শাহীনের বাবা আব্দুস ছালাম ওরফে ঠান্ডু বলেন, ‘ঘটনার সময় আমরা ঘুমে ছিলাম। কিছু জানি না। আল্লাহ ভালো জানেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১০

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১১

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১২

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৩

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৪

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৫

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৬

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৭

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৮

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৯

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

২০
X