স্বাধীনতার পরবর্তী সময়ে ময়মনসিংহ-৯ নান্দাইলে মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেখার দীর্ঘদিনের স্বপ্ন লালন করত নান্দাইলের জনগণ। অবশেষে স্বাধীনতার ৫২ বছর পর মন্ত্রীত্বের স্বাদ পেল নান্দাইলবাসী।
তৃতীবারের মতো নির্বাচিত নৌকার মাঝি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল অব. আব্দুস সালাম মন্ত্রিত্ব পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী মেজর জেনারেল অব. আব্দুস সালামকে মন্ত্রী পদে উন্নিত তথা সম্মান প্রদান করায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠন, আওয়ামী পরিবারসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার (১০ জানুয়ারি) সংবাদ মাধ্যমে মন্ত্রীত্ব পাওয়ার খবর শুনে দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ, আতশবাজি ও আনন্দ মিছিল করে।
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আমাদের নেতা মেজর জেনারেল অব. আব্দুস সালাম সাহেবকে মন্ত্রীত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
শিক্ষক আলী আফজাল খান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল ওয়াদুদ ভূইয়া, নান্দাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড. হাবিবুর রহমান ফকির ও প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ বলেন, নান্দাইলবাসী যোগ্য নেতা নির্বাচিত করায়, প্রধানমন্ত্রীর এ উপহারে আমরা নান্দাইলবাসী খুব গর্বিত।
মন্তব্য করুন