ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

পৈতৃক ভিটা ফিরে পেলেন ভাষাসৈনিকের স্ত্রী

নিজ বাড়িতে প্রয়াত ভাষাসৈনিক কৃষি বিজ্ঞানী ড. ভুইয়া নুরুল ইসলামের স্ত্রী ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আনার বেগম। ছবি : কালবেলা
নিজ বাড়িতে প্রয়াত ভাষাসৈনিক কৃষি বিজ্ঞানী ড. ভুইয়া নুরুল ইসলামের স্ত্রী ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আনার বেগম। ছবি : কালবেলা

ময়মনসিংহে অভিনব কায়দায় জাল-জালিয়াতি করে এক ভাষাসৈনিকের পরিবারের তিনতলা বাড়ি ও জমি দখল করে নেয় তারই বাসার কেয়ারটেকার। গত ২৫ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে দৈনিক কালবেলা। যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসে প্রশাসনের।

পরে স্থানীয় সংসদ সদস্য মোহত উর রহমান শান্ত ও প্রশাসনের হস্তক্ষেপে পৈতৃক ভিটা ফিরে পেয়েছেন প্রয়াত ভাষাসৈনিক কৃষি বিজ্ঞানী ড. ভুইয়া নুরুল ইসলামের স্ত্রী ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আনার বেগম। অবশেষে নিজ বাড়িতে প্রবেশ করেছেন তিনি। বাতিল হয়েছে ভুয়া জন্ম নিবন্ধন ও ওয়ারিসান সার্টিফিকেট।

এই বাড়ি জাল-জালিয়াতি করে দখল নিয়েছিল তারই কেয়ারটেকার আব্দুল হাই। কালবেলার অনুসন্ধানে বেরিয়ে আসে জমির বিআরএস রেকর্ডে ভুলের সুযোগ নিয়ে, উপেন্দ্র কিশোর তরফদার নামে একজনকে ভুয়া দাদা সাজানোর চাঞ্চল্যকর তথ্য। উপেন্দ্র কিশোর তরফদারের নামে বানানো হয় ভুয়া জন্ম নিবন্ধন ও ওয়ারিশান সার্টিফিকেট। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে বিষয়টি।

প্রয়াত ভাষাসৈনিক কৃষি বিজ্ঞানী ড. ভুইয়া নুরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। উদ্যোগ নেন ভাষার মাস আসার আগেই নার্গিস আনার বেগমকে নিজের পৈতৃক ভিটায় ফেরানোর। অতঃপর বুধবার সকালে নিজর বাড়িতে ওঠেন নার্গিস। ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নার্গিস আনার বেগম প্রবেশ করেছেন পৈতৃক ভিটায়। ১৯৮৮ সালে নিজ হাতে নির্মাণ করা বাড়ি নতুন করে ঘুরে ঘুরে দেখেন তিনি।

নার্গিস আনার বেগম বলেন, আব্দুল হাইকে দিয়েছিলাম চাকরি। কেয়ারটেকার হিসেবে নিজ বাড়িতে থাকতে দিয়েছিলামন। সন্তানদের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলাম। সেই ব্যক্তির কাছ থেকে এমন প্রতারণার কষ্ট কীভাবে ভুলব আমি। তবে আমার পৈতৃক ভিটা ফিরে পেয়ে সবার প্রতিই কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু বাসায় আসার পর থেকে অনেকে আমাকে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি। তাই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাইছি আমি।

ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সংবাদ মাধ্যমে আমি জানতে পারি একজন ভাষাসৈনিকের স্ত্রীর জাল-জালিয়াতির মাধ্যমে বাসাটি দখল হয়ে গেছে। যারা এদেশের মাতৃভাষার জন্য মায়ের ভাষায় জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন তাদের পরিবারের বাড়ি দখল হয়ে যাবে এটা খুবই দুঃখ জনক। ইতোপূর্বে জন্ম সনদ ওয়ারিশান সাটিফিকেট জাল জালিয়াতের মাধ্যমে বানিয়েছিল তা যাচাইবাছাই করে বাতিল করা হয়েছে। পুনরায় যাতে নিগৃহীত, নির্যাতিত হতে না হয় বা তার বাড়ি দখল হয়ে না যায় সে ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ আমরা তার পাশে থাকব।

ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত বলেন, প্রথমে আমার দৃষ্টিগোচর না হওয়ায় আগে পদক্ষেপ নিতে পারিনি। বঙ্গবন্ধুর বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রের ক্ষমতায়। এমন সময়ে একজন ভাষাসৈনিক পরিবারকে এভাবে উচ্ছেদ করে সম্পূর্ণ জাল-জালিয়াতের মাধ্যমে তার কেয়ারটেকার এই কাজ করেছে ভাবতেই পারছি না। আল্লাহতালার অশেষ কৃপায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের নেতাকর্মীদের সহযোগিতায় অনেক দিন পর তিনি বসতভিটা ফিরে পেয়েছেন। আমরা যে বাংলাদেশে থাকি সেটা একটি অর্জন, শুরুটা হয়েছিল ভাষাসৈনিকদের মাধ্যমে। সেই ভাষাসৈনিকের পরিবারকে পৈতৃক ভিটা ফিরিয়ে দিতে পেরে আনন্দ অনুভব করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১০

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১১

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

১২

আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় নেই : জিলানী

১৩

জামদানি পল্লী পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার

১৪

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

১৫

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

১৬

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

১৭

ঢাবি উপাচার্যের বক্তব্য ‘বিকৃতভাবে’ উপস্থাপনের প্রতিবাদ কর্তৃপক্ষের

১৮

হাজার হাজার মার্কিনি নিচ্ছেন মেক্সিকোর নাগরিকত্ব

১৯

যাদের জনসমর্থন নেই, তারাই পিআর চায় : এসএম জাহাঙ্গীর

২০
X