টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মের আলোচিত প্রযোজক সারওয়ার জাহান। স্ত্রী রুকাইয়া তাহসিনার ‘জালিয়াতি’র শিকার হয়েছেন তিনি। বিষয়টি আদালতে উপস্থাপন করে এর প্রতিকার প্রার্থনা করেছেন বাদী।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালত বাদী সারওয়ার জাহানের স্ত্রী রুকাইয়া এবং আনোয়ারুল কবিরের নামের দুই প্রতারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ইতোমধ্যে আদালতের মামলার কপি ও ওয়ারেন্ট এসেছে কালবেলার হাতে। এতে দেখা যায়- আসামি রুকাইয়া তাহসিনা ও আনোয়ারুল কবির।
এ প্রসঙ্গে জানতে প্রযোজক সারওয়ার জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালবেলাকে বলেন, ‘রুকাইয়া তাহসিনা ওরফে অন্তরা মেহজাবিনের সঙ্গে ২০১২ সালে আমার বিয়ে হয়। আমাদের দুই সন্তান আছে। আমার সঙ্গে থাকা অবস্থায় সে আনোয়ারুল কবির ওরফে শাকিল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যায়। গত ৬ বছর ধরে সে আমার এবং আনোয়ারুল কবিরের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায়। সর্বশেষ ১১ জানুয়ারি ২০২১ থেকে আমি সেটা জেনে আলাদা হয়ে যাই। এমতাবস্থায় আমার বড় সন্তান আহিল সারওয়ারের নাম জাল করার চেষ্টা করে। এমনকি আমি তার বাবা সেটা বাদ দিয়ে তার কবিরের নাম দিয়ে পাসপোর্ট পরিবর্তন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে। আমার ছোট সন্তান সেহরিশ সারওয়ারের ক্ষেত্রেও এমন হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছি।’
বিষয়টি নিয়ে বাদী পক্ষের আইনজীবী আল মামুন রাসেল কালবেলাকে বলেন, ‘বাদীর পিটিশন মামলা বিজ্ঞ আদালতে দুজন আসামির বিরুদ্ধে দায়ের করেন দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪১৯ ধারায়। ১নং আসামি বাদীর স্ত্রী এবং ২নং আসামি তার স্ত্রীর কথিত স্বামী। আসামিরা পরস্পর যোগসাজশে বাদীর সন্তানকে দেশের বাইরে নিতে ভুয়া ও জালিয়াতি করে একটি জন্মসনদ এবং পাসপোর্ট তৈরি করে। যেখানে বাদীর বাচ্চার নাম ও বাবার নামের পরিবর্তন করে ফেলে।
তিনি আরও বলেন, ‘বাদীর সাথে বিবাহ চলমান অবস্থায় নিজের বর্তমান পাসপোর্টে স্বামীর নামের জায়গায় ২নং আসামির নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করে। যা আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী ভয়ংকর অপরাধ। জালিয়াতির সাথে একটি শিশু পাচার চেষ্টার অপরাধও বটে। সব দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত আসামিদের প্রতি ওয়ারেন্ট ইস্যু করেছেন।’
কাফরুল থানার এএসআই একরামুল ওয়ারেন্ট অভিযানের দায়িত্বে রয়েছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযানের দায়িত্বে থাকা এই এএসআই কালবেলাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অবগত। গতকাল বাদী এসেছিলেন আমাদের কাছে। তবে ওয়ারেন্ট আমাদের থানায় এখনো আসেনি। সার্ভার ত্রুটির কারণে এটা হচ্ছে হয়তো। ওয়ারেন্ট আমাদের হাতে এলে অবশ্যই অভিযান চালাব এবং আসামিকে গ্রেপ্তার করব।’
মামলা প্রসঙ্গে জানতে রুকাইয়া তাহসিনাকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
উল্লেখ্য, প্রযোজক সারওয়ার জাহান এ পর্যন্ত বেশ কিছু ওটিটি কন্টেন্ট ও নাটক প্রযোজনা করেছেন। নাটকের মধ্যে রয়েছে- কাজল আরেফিন অমি পরিচালিত ‘মিসিং’, তপু খান পরিচালিত ‘শেষ ভালোবাসা’, মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘জীবন’ উল্লেখযোগ্য।
মন্তব্য করুন