জয়পুরহাটে ৭৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার ঈশ্বরপুর গ্রামের জিল্লুর রহমান (৫৫) এবং একই গ্রামের উজ্জল হোসেন (৩৫)।
র্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জানুয়ারি) জয়পুরহাট সদরে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি দল। সেখানে তাদের কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সীমান্তবর্তী গ্রাম থেকে ওই সব ফেনসিডিল কিনে তারা জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
মন্তব্য করুন