

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম (সিআইপি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আক্কেলপুর উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার বড় ভাই ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।
ইঞ্জিনিয়ার মো. আমিনুর ইসলাম (সিআইপি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্য, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) কার্যকরী সদস্য। এ ছাড়া ওমান বিএনপির কার্যকরী সদস্য, ওমান যুবদলের সভাপতি, আইইবি ওমান চ্যাপ্টারের চেয়ারম্যান ও ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক সদস্য।
প্রকৌশলী আমিনুর ইসলাম (সিআইপি) জানান, তিনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ওমানে ব্যবসা করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আশা করেন একজন যোগ্য প্রার্থী হিসেবে বিএনপি তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করবেন।
মন্তব্য করুন