বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১০:১৭ এএম
আপডেট : ০৬ মে ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পাওয়া সৌদি রিয়াল বিক্রির নামে কমিশন প্রতারণা

ডিবির হাতে আটক হওয়া প্রতারকচক্রের পাঁচ সদস্য। ছবি : কালবেলা
ডিবির হাতে আটক হওয়া প্রতারকচক্রের পাঁচ সদস্য। ছবি : কালবেলা

নিজেদের গ্রাম্য সহজ সরলভাবে উপস্থাপন আবার কখনো বা সুইপার পরিচয়ে বিভিন্ন জেলায় গিয়ে অভিনব কায়দায় প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন তারা। সৌদিতে থাকা ভাইয়ের কুড়িয়ে পাওয়া রিয়াল বিক্রির নামে কমিশনে প্রতারণা করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ডিবির হাতে আটক হওয়া প্রতারকচক্রের পাঁচ সদস্য।

রোববার (৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তাদের আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

এ সময় আটকদের কাছ থেকে চারটি সৌদি রিয়াল ও রিয়াল সাদৃশ্য কাপড়ে মোড়ানো সাবান এবং ভাজ করা পোড়ানো পত্রিকা উদ্ধার করার কথা জানিয়েছে ডিবি পুলিশ।

আটকরা হলেন, জেলার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া পাতাকাটা গ্রামের মৃত নিজাম ফকিরের ছেলে সানু ফকির, মৃত লতিফ হাওলাদারের ছেলে তৈয়ব হাওলাদার, আবদুস সোবহান খানের ছেলে মিজানুর রহমান মিজান, ঘটখালী গ্রামের খোয়শেদ আলম সিকদারের ছেলে আল ইমরান ওরফ সুজন সিকদার ও একই উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্বাস বয়াতীর ছেলে শাহীন বয়াতি।

বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ সৌদির রিয়াল বিক্রির নামে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম, এসআই মারুফ আহমেদ ও এএসআই রুবেল হাওলাদারের নেতৃত্বে বরগুনা ডিবি সদস্যের একটি দল প্রতারকচক্রের ওই পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করে। এ সময় এক ইউপি সদস্য ও তার এক ভাগনে এই চক্রের সঙ্গে জড়িত বলে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে আটকরা।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম কালবেলাকে বলেন, ডলার বা সৌদির রিয়াল তাদের কাছে গচ্ছিত আছে বলে মানুষের মনে বিশ্বাস তৈরি করে প্রতারণা করে আসছিলেন বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি। বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অপর এক অভিযানে, ৩০০ গ্রাম গাঁজাসহ বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের সুজার খেয়াঘাট এলাকা থেকে শাকিল নামের এক মাদক কারবারিকে শ্বশুরবাড়ি থেকে আটক করেছে ডিবি পুলিশ। শাকিল জেলার বেতাগী উপজেলার বেতাগী সদর ইউনিয়নের দক্ষিণ রানীপুর এলাকার জালালের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

সরকার উৎখাতের ষড়যন্ত্র / মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার রিমান্ডে

গুম করে কীভাবে ভারতে নেওয়া হয়, জানালেন সালাহউদ্দিন আহমদ

সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

মেলানিয়া ট্রাম্পের দাবিতে সাড়া দিলেন পুতিন

ছবিতে প্রথমে কী দেখছেন বলে দেবে, মানুষ আপনাকে কেমনভাবে দেখে

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

১০

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

১১

এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা

১২

এশিয়ান কাপ খেলতে যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

১৩

অবশেষে রাকসু নিয়ে মিলেছে স্বস্তির খবর

১৪

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

১৫

ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস, তারিখ ঘোষণা

১৬

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে পরিচালকের নিষেধাজ্ঞা

১৭

এক টেবিলে বিএনপির হেভিওয়েট ৫ মনোনয়নপ্রত্যাশী 

১৮

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্নতায় ডিএসসিসি

১৯

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২০
X