শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৮:০০ এএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

নামমাত্র মূল্যে কোরবানির পশুর চামড়া বিক্রি

ট্রাকে করে কোরবানির পশুর চামড়া নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
ট্রাকে করে কোরবানির পশুর চামড়া নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

প্রায় ২০০ বছরের পুরোনো বৃহত্তর সিলেট বিভাগের চামড়ার বড় ব্যবসা কেন্দ্র সদর উপজেলা শ্রীমঙ্গল উপজেলায়। গত কয়েক বছর কোরবানির ঈদে চামড়া নিয়ে কেঁদেছেন অনেক মৌসুমি ব্যবসায়ী। ফলে এবার কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম কিছুটা বেশি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কোরবানির পশুর চামড়া নামমাত্র মূল্যে বিক্রয় হয়েছে। আড়তদারদের হাঁকডাকে সরব ছিল শ্রীমঙ্গলের বেশ কয়েকটি জায়গায়। তবে সন্ধ্যার পর পুরোদমে চামড়া কেনা-বেচা শুরু হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। শ্রীমঙ্গলে বড় বড় ব্যবসায়ীদের পাশাপাশি আছেন ছোট ও ক্ষুদ্র এবং মৌসুমি ব্যবসায়ীরাও।

মঙ্গলবার (১৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পরপর বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করে সেখানে এনে বিক্রি করছেন। কোরবানি দেওয়া অনেকে ব্যক্তিগতভাবেও চামড়া বিক্রি করছেন। বিভিন্ন মাদ্রাসা থেকেও চামড়া বিক্রি করতে আনা হচ্ছে।

শ্রীমঙ্গল শহরের জুড়ে আশপাশে গলির ভেতর চামড়া বিক্রি হয় সন্ধ্যা পর্যন্ত। যদিও দিনভর চামড়া সংগ্রহ ও বিক্রি চলেছে। বিভিন্ন স্থানে সংগ্রহ করে রাখা চামড়া পিকআপে করে কিনে নিয়ে যাওয়া হচ্ছে।

জানা গেছে, শ্রীমঙ্গলে উপজেলা জুড়ে গরুর চামড়া সর্বোচ্চ দেড়শ টাকা দরে বিক্রি হয়েছে। অপরদিকে ছাগলের চামড়া ফ্রিতে দিচ্ছে বিক্রেতারা। বিভিন্ন স্থান থেকে আসা চামড়া বিক্রি করতে না পারায় সৃষ্টি হয়েছে নানা বিড়ম্বনার। আর লাভবান হচ্ছে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। তারা বেশি দাম দিয়ে চামড়া কিনতে নারাজ। ফলে অনেকে হতাশ হয়ে চামড়া সরকারি দাম ৫৫-৬০ টাকা নির্ধারণ করলেও ২৫-৩০ টাকায় বাধ্য হয়েই বিক্রি করতে হচ্ছে।

অপরদিকে ছাগলের চামড়া নিয়ে আসলে ক্রেতা ক্রয় করতে আগ্রহী না হওয়ায় ফেলে যাচ্ছেন। লাখ টাকায় ক্রয় করা গরুর চামড়া সেখানে বিক্রি হচ্ছে মাত্র ২০০-৩০০ টাকায়। অথচ বিক্রেতারা পাচ্ছেন না সরকার নির্ধারিত দাম।

যারা বিক্রি করেছেন তারা দাম না পেয়ে ছিলেন হতাশ। আর যারা ক্রয় করছেন তারা পরবর্তীতে দাম পাবেন কিনা, সে নিয়ে আছেন শঙ্কায়।

শ্রীমঙ্গলে চামড়া বিক্রি করতে আসা আনকার মিয়া বলেন, লাখ টাকায় কেনা গরুর চামড়ার দাম নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন কোরবানিদাতারাও। আমরা বাসাবাড়ি থেকে ৩০০-৫০০ টাকায় একেকটি চামড়া কিনে এনেছি। এখানে একেকটি বিক্রি করেছি ২০০ টাকায়।

আরও একজন চামড়া বিক্রেতা শুকুর মিয়া জানান, ২ লাখ ৫০ হাজার টাকা কোরবানি পশুর চামড়া বিক্রি করেছি মাত্র ১৫০ টাকায়। এর চেয়ে বেশি দাম দিতে রাজি হননি স্থানীয় মৌসুমি ব্যবসায়ী। বর্গফুটের হিসেবে কোথাও চামড়া বিক্রি হয়নি। দাম কম পাওয়ায় বিক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন।

চামড়া ব্যবসায় মনসুর মিয়া বলেন, মৌসুমি ব্যবসায়ীরা জানিয়েছেন তারা গত বছর কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমে কিনলেও এবার চেষ্টা করবেন সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে নিতে। ছোট-বড় সাইজের আড়াইশ চামড়া কিনেছেন সর্বোচ্চ ৪০০-৫০০ টাকা।

চামড়া ব্যবসায়ী সামছুল মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, এবার সরকারিভাবেও চামড়ার দাম বাড়ানো হয়েছে। লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। যা গত বছর ছিল ৫০ থেকে ৫৫ টাকা।

তিনি বলেন, এখনও কিনতে পারছি না। দাম বেশি চাওয়া হচ্ছে। আমরাও কিছু লাভ করতে হবে। যে অবস্থা, ২০-৩০ টাকা থাকতে পারে প্রতি পিছে। দামের সময় ২০০-৩০০ টাকা লাভ হতো। ৯০০ টাকা লবণের বস্তা এখন। যা আগে ৪০০-৫০০ টাকা ছিল।

মৌলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেন, সরকার যে দাম নির্ধারিত করে দিয়েছে সে দামেই ব্যবসায়ীদের চামড়া কিনতে হবে। লবণের দাম তেমন বাড়েনি। বিভিন্ন স্থানে আমাদের মনিটরিং সেল কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

নারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি : মীর হেলাল

বাদীর জিম্মায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দির সময়কার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম 

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

১০

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

১১

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১২

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

১৩

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

১৪

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

১৫

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

১৬

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

১৭

সরকার উৎখাতের ষড়যন্ত্র / মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার রিমান্ডে

১৮

গুম করে কীভাবে ভারতে নেওয়া হয়, জানালেন সালাহউদ্দিন আহমদ

১৯

সিরিজ বাঁচানোর মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

২০
X