কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ১০:২০ এএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী গাজী এম এইচ তামিম।

তিনি জানান, গতকাল (বুধবার) রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। সাত দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে।

এদিকে তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) ও তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধনের অর্থ, মামলা হয়েছে। আমরা তদন্তকাজও শুরু করে দিয়েছি। আপাতত পেপারওয়ার্ক করছি।

এর আগে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করেন। তদন্ত সংস্থার উপপরিচালক (প্রশাসন) ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন। পরে তা অভিযোগ নিবন্ধন বইয়ে নিবন্ধন করা হয়।

শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তারা হলেন- সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

এ ছাড়াও এই তালিকায় আছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো.হারুন অর রশিদ। পাশাপাশি নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা, সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে আবেদনে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবের ভাইফোঁটার ছবিতে যা দেখা গেল

দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস

প্রতিশ্রুতির গল্লামারী সেতু এখন দুর্ভোগের প্রতীক

যে ৩ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

মেগা প্রজেক্টের হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে হাসিনা : আশরাফ উদ্দিন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত

শুটিং সেটে গুরুতর আহত বনি সেনগুপ্ত

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

রাশিয়ার সামরিক গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

২ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত চুন্নুকে বাঁচানো গেল না

১১

জুমার নামাজের রাকাত ছুটে গেলে যা করবেন

১২

অষ্টম শ্রেণি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে

১৩

বঙ্গোপসাগরে আটক ৯ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর

১৪

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

১৫

শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান হতে পারে : ট্রাম্প

১৬

ভারতে মুহূর্তেই পুড়ে ছাই যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

১৭

পশ্চিম তীর দখল হবে না, আশ্বস্ত করলেন ট্রাম্প

১৮

হাওরে ভাসছিল নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ 

১৯

২৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

২০
X