

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি লিচুবাগান থেকে সাড়ে তিন কেজি গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, রাজশাহী, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াপাখিয়া বেড়িবাঁধ এলাকায় একটি লিচুর বাগানে অভিযানের সময়ে দেখতে পায় প্লাস্টিকের দুটি ব্যাগ পড়ে আছে। এ সন্দেহজনক ব্যাগ দুটিতে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি করে ৩ কেজি ৩০৬ গ্রাম গানপাউডার ও ৮৫৫ গ্রাম কাচগুঁড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ২টি স্কচটেপ, ৬টি গ্যাস লাইটারসহ সরঞ্জামগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার আলামতগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন