আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
সম্প্রতি তিনি সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি জনসংযোগ কর্মকর্তা কেএম খালিদ বিন জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
গত ২৩ এপ্রিল সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক মইনুল ইসলামকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন