কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচন ঠেকাতে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অব অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) আগামী ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ঠেকাতে করা রিট আবেদন আদালতের কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি ড. মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সহসভাপতি কামাল মাহমুদের প্রতিষ্ঠান স্কাইরোজ বিল্ডার্স লিমিটেড বাদী হয়ে হাইকোর্টে রিট করেন। রিট নম্বর ১১৫৭৭/২০২৩। রিট আবেদনে সংগঠনের গঠনতন্ত্র মেনে নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়নি- এমন অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়। কিন্তু আদালত ওই আবেদনে সাড়া না দিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

জানা যায়, রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদ সরকার তারিকুল আলমকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করে। সেই নির্বাচন বোর্ড গত ২০ জুলাই রিহ্যাব ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পযর্ষদ ও অফিস বেয়ারার পদের নির্বাচনের তপশিল ঘোষণা করে। তপশিল অনুযায়ী, ২৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাতিল হওয়া মনোনয়নপত্রের সম্পর্কে ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা আপিল বোর্ডের কাছে আপত্তি জমা দিতে পারবেন প্রার্থীরা। আপত্তির ওপর ১০ সেপ্টেম্বর আপিল বোর্ডে শুনানি ও সিদ্ধান্ত প্রদান করা হবে। পরে ১১ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করবেন। পরে ৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

১০ অক্টোবর বেলা ১২টা পর্যন্ত অফিস বেয়ারার পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবে। একই দিন বিকাল ৩টায় নির্বাচিত পরিচালকদের ভোটে অফিস বেয়ারার পদে নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। ১১ অক্টোবর নির্বাচন ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল করতে পারবে। ১২ অক্টোবর বেলা ২টা পর্যন্ত আপিল বোর্ড নির্বাচন ফলাফলের আপত্তির ওপর শুনানি ও সিদ্ধান্ত জানাবেন। একই দিন নির্বাচন বোর্ড বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন।

নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলমান থাকাবস্থায় নির্বাচন ঠেকাতে হাইকোর্টে রিট করা হয়। কিন্তু আদালত শুনানি নিয়ে কোনো হস্তক্ষেপ না করে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১০

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১১

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১২

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৩

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৪

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৫

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৭

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৮

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৯

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

২০
X