কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৫৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রিহ্যাব পরিচালনা পর্ষদ নির্বাচন ঠেকাতে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অব অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) আগামী ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন ঠেকাতে করা রিট আবেদন আদালতের কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি ড. মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সহসভাপতি কামাল মাহমুদের প্রতিষ্ঠান স্কাইরোজ বিল্ডার্স লিমিটেড বাদী হয়ে হাইকোর্টে রিট করেন। রিট নম্বর ১১৫৭৭/২০২৩। রিট আবেদনে সংগঠনের গঠনতন্ত্র মেনে নির্বাচনী বোর্ড এবং নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়নি- এমন অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানানো হয়। কিন্তু আদালত ওই আবেদনে সাড়া না দিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।

জানা যায়, রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদ সরকার তারিকুল আলমকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করে। সেই নির্বাচন বোর্ড গত ২০ জুলাই রিহ্যাব ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পযর্ষদ ও অফিস বেয়ারার পদের নির্বাচনের তপশিল ঘোষণা করে। তপশিল অনুযায়ী, ২৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাতিল হওয়া মনোনয়নপত্রের সম্পর্কে ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা আপিল বোর্ডের কাছে আপত্তি জমা দিতে পারবেন প্রার্থীরা। আপত্তির ওপর ১০ সেপ্টেম্বর আপিল বোর্ডে শুনানি ও সিদ্ধান্ত প্রদান করা হবে। পরে ১১ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে প্রার্থীরা প্রচারণা শুরু করবেন। পরে ৯ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

১০ অক্টোবর বেলা ১২টা পর্যন্ত অফিস বেয়ারার পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবে। একই দিন বিকাল ৩টায় নির্বাচিত পরিচালকদের ভোটে অফিস বেয়ারার পদে নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। ১১ অক্টোবর নির্বাচন ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল করতে পারবে। ১২ অক্টোবর বেলা ২টা পর্যন্ত আপিল বোর্ড নির্বাচন ফলাফলের আপত্তির ওপর শুনানি ও সিদ্ধান্ত জানাবেন। একই দিন নির্বাচন বোর্ড বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করবেন।

নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলমান থাকাবস্থায় নির্বাচন ঠেকাতে হাইকোর্টে রিট করা হয়। কিন্তু আদালত শুনানি নিয়ে কোনো হস্তক্ষেপ না করে রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে 

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

আশাশুনিকে সাতক্ষীরা-৩ আসনে ফেরানোর দাবি

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই

কয়েদির ওজন ৩০০ কেজি, প্রতিদিন খরচ আড়াই লাখ!

পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

জিসান-আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে : রিজভী

১০

জনগণের আকাঙ্ক্ষা না বুঝা দলের কোনো ভবিষ্যৎ নেই : আমীর খসরু 

১১

জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি : শরীফ উদ্দিন 

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

১৩

‘এশিয়া কাপ জিতবে ভারত’

১৪

মৎস্য রপ্তানি বাণিজ্যে ই-ট্রেসিবিলিটি : বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দিগন্ত

১৫

যে যাকে ভালোবাসে হাশরের ময়দানে তাকে পাবে?

১৬

বন্ধ হচ্ছে কুমিল্লার সেই ইউটার্ন

১৭

দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও ১২ মৃত্যু

১৮

যে কারণে অভিনয় ছেড়ে জ্যোতিষী হলেন টিউলিপ

১৯

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

২০
X