কালবেলা প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নন ক্যাডারে ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ পদে সুপারিশ বন্ধে আইনি নোটিশ

ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাদের নিয়োগ দাবিতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৪০ তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ পদে সুপারিশ ও নিয়োগ বন্ধের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং কমিশনের সচিবকে রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ৩৮তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থী এবং রিট মামলা নম্বর ১০৭৬৬/২০২৩ এর আবেদনকারী বায়েজীদ হোসাইন, মো. মাহমুদুল হাসানসহ ২১ জনের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ৩৮তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০১৭ সালের ২০ জুন প্রকাশিত হয়। ওই বিসিএসে সর্বমোট ৮ হাজার ৩৭৭ পরীক্ষার্থী প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদে ক্যাডার সার্ভিসে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু পদ স্বল্পতার কারণে ৬ হাজার ১৩৭ জন প্রার্থীকে ক্যাডার পদের সুপারিশ করা সম্ভব হয়নি। প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে বঞ্চিত এসব নন ক্যাডার প্রার্থীদের পিএসসি সরকারি বিভিন্ন দপ্তরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে চাহিদার ভিত্তিতে সুপারিশ করে থাকে। ভূমি মন্ত্রণালয় ২০২১ সালের ২৩ আগস্ট ৩৮তম বিসিএস নন ক্যাডার থেকে ‘ভূমি উপসহকারী কর্মকর্তা (১২তম গ্রেড)’-এর ১ হাজার ৩৭৫টি পদে সুপারিশের জন্য কর্ম কমিশনকে অনুরোধ জানায়। কিন্তু অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে ওই নিয়োগ বিলম্বিত হয়।

নোটিশে আরও বলা হয়েছে, ‘নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০২৩, সংশোধিত ‘বিধিমালা ২০১৪’ এবং ‘বিধিমালা ২০১০’ অনুযায়ী ৩৮তম বিসিএস নন ক্যাডার সুপারিশের জন্য অপেক্ষমাণ প্রার্থীরা ওসব পদে নিয়োগ পেতে আইনগতভাবে উপযুক্ত। ভূমি মন্ত্রণালয় থেকে সর্বশেষ ২০২২ সালের ২ নভেম্বর নন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে ওই পদগুলোতে নিয়োগের অনুরোধ জানানোর পরেও পিএসসি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’

এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, গত ১৪ আগস্ট ৩৮তম বিসিএসে অপেক্ষমাণ নন-ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে ওই ২০ জনকে ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ পদে সুপারিশ এবং নিয়োগ দিতে ইমেইল যোগে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াই উক্ত ২১ জন (পরে ১ জন সংযুক্ত) সংক্ষুব্ধ প্রার্থী গত ২১ আগস্ট রিট দায়ের করেন। পরবর্তীতে মামলাটি যথারীতি কার্যতালিকায় আসে। কিন্তু হাইকোর্ট বিভাগের শরৎকালীন অবকাশ শুরু হওয়ায় মামলাটি শুনানি করা সম্ভব হয়নি। গত ৪ সেপ্টেম্বর মামলাটির সার্বিক অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ল'ইয়ার সার্টিফিকেট এর মাধ্যমে অবগত করানো হয়।

নোটিশে আরও বলা হয়েছে যে, বিভিন্ন জাতীয় পত্রপত্রিকার মাধ্যমে এ কথা জানা যাচ্ছে যে, শীঘ্রই ৪০ তম নন ক্যাডার প্রার্থীদের অন্যান্য পদ সমূহের পাশাপাশি ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ পদে সুপারিশ করা হবে। এই পদের বিষয়ে রিট যেহেতু হাইকোর্ট বিভাগে বিচারাধীন রয়েছে সেহেতু এই পদে ৪০ তম নন ক্যাডার প্রার্থীদেরকে সুপারিশ ও নিয়োগ প্রদান করা হবে স্বেচ্ছাচারী এবং বেআইনী। যা মামলার মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে। রিট মামলা নিষ্পত্তি না হওয়া অবধি ৪০ তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের ‘ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা’ পদে সুপারিশ ও নিয়োগ বন্ধে অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহপরিচারিকাকে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

গাজার ভাইরাল সেই বৃদ্ধাকে গুলি করে হত্যা

যেভাবেই হোক তারা দুর্ভিক্ষ ঘটাবে : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ১৪ জনকে কামড়ে আহত করল শিয়াল

পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্সের লাগাম টানতে আরও একটি প্রচেষ্টা

বরিশালে আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর

১৫ বছরে রেলমন্ত্রীর অস্থাবর সম্পত্তি বেড়েছে ৩২ গুণ

আগামীকাল রোকেয়া দিবস : শ্রদ্ধাঞ্জলি জানাবে নারী সংহতি

৭ বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল

নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে সবাইকে কাজ করতে হবে : তথ্যমন্ত্রী

১০

জন্মের আগেই নবজাতক বিক্রি, অতঃপর...

১১

ফরিদপুর-৩ / নৌকার প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিলে এ. কে. আজাদের আপিল

১২

একাত্তরে গণহত্যা / জাতিসংঘের স্বীকৃতি দাবি বিভিন্ন শ্রেণি-পেশার ১০০০ প্রতিনিধির 

১৩

নবম গ্রেডে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি

১৪

নারায়ণগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি

১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নের অপরিহার্যতা বিষয়ে সেমিনার

১৬

স্বর্ণের দোকানে ডাকাতি, নৈশপ্রহরীকে হত্যা

১৭

যবিপ্রবিতে চাকরিপ্রার্থীদের আটকে মারধর, ৬ জনের নামে মামলা

১৮

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

১৯

রাজবাড়ীতে ট্রেন আটকে দিল এলাকাবাসী

২০
X