

থাইল্যান্ডে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। বার্তাসংস্থা এএফপির বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
বিমান বাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের সময় সকাল ১০টা ২০ মিনিটে চিয়াং মাই প্রদেশে দুই আসনের এটি-৬ বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা আরও বলা হয়, এই দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ওপর তেমন কোনো প্রভাব বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
এরআগে, গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্টের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয় থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।
মন্তব্য করুন