ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিগত ১৫ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চায় ঢাবি সাদা দল

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিগত ১৫ বছর বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ করে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

এ ছাড়া সরকারের পতনের পর হামলা, লুটপাট এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদেরও দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে কলা ভবন শিক্ষক লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে এসব দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। এসময় যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালামসহ বিভিন্ন অনুষদের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক এবং সাদা দল সমর্থক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক ছাত্র-শিক্ষক ও জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়সহ দেশে বিরাজমান সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হল- ১. সভায় সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। ২. বিগত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রকৃত তালিকা প্রকাশপুর্বক প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয়। ৩. গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী-শিক্ষকসহ সর্বস্তরের জনগণকে বিজয়ী শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং দেশকে স্বৈরশাসনের কবল থেকে রক্ষায় অসামান্য ভূমিকা পালনের জন্য সকলকে ধন্যবাদ জানানো হয়। ৪. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকারকে সভায় অভিনন্দন জানানো হয় এবং এই সরকার ছাত্র-জনতার আকাক্সক্ষা অনুযায়ী দেশ পরিচালনায় সফল হবে বলে এ সভা আশা প্রকাশ করে। ৫. ছাত্র-শিক্ষকদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের ফলে সৃষ্ট শূন্যতা দ্রুত পূরণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়সমূহে অবিলম্বে একাডেমিক কার্যক্রম শুরুর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি করা হয়। ৬. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসে বসবাসরত সকলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়। ৭. শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার আনার দাবি করা হয়। ৮. বিগত ১৫ বছর ধরে পতিত স্বৈরাচারী সরকারকে নিঃশর্ত সমর্থন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে জনআকাক্সক্ষার পরিপন্থি ভূমিকার জন্য সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে নিন্দা জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সমিতির প্রতি আহ্বান জানানো হয়। ৯. গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণ এবং সাম্প্রতিক গণহত্যার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রি এবং সংশ্লিষ্ট রাজনীতিবিদদের বিচার দাবি করা হয়। ১০. সীমাহীন লুটপাট ও দুর্নীতির সাথে জড়িত ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিচার দাবি করা হয়। ১১. স্বৈরাচারী সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কোথাও কোথাও প্রতিপক্ষের ওপর হামলা, লুটপাট এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদের চিহ্নিত করে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি করা হয়। ১২. এ সভা উদ্বেগের সাথে লক্ষ করে যে, কতিপয় বিদেশি গণমাধ্যম এবং পতিত স্বৈরাচারের এ দেশীয় দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অশুভ তৎপরতা চালাচ্ছে। সভা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সকলকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানায়। ১৩. দেশকে অস্থিতিশীল করার জন্য পলাতক স্বৈরাচার শেখ হাসিনা তার যেসকল নেতাকর্মীকে নির্দেশনা দিচ্ছেন তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য এ সভা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে। ১৪. সভায় পুলিশ বাহিনীর অনুপস্থিতিতে মানুষের জানমাল রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের জন্য স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

১১

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

১২

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

১৩

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

১৪

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

১৫

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

১৬

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

১৭

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১৮

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১৯

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

২০
X