জবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জবি ক্যাম্পাসে তোপের মুখে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, ক্লাস-পরীক্ষায় নিষেধাজ্ঞা

ছাত্রলাীগ নেতা আবির-উজ-জামান। ছবি : কালবেলা
ছাত্রলাীগ নেতা আবির-উজ-জামান। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার হুমকি দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ক্যাম্পাসে প্রবেশ করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে। তাকে বিভাগ থেকে বহিষ্কার ও দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার দাবি জানালে বিভাগ তাকে সকল প্রকার ক্লাস-পরীক্ষা অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা দেয়।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৯টায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির-উজ-জামান। তিনি বর্তমানে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের গণযোগাযোগবিষয়ক সম্পাদকের পদে আছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিএসএস (২০১৯-২০) শিক্ষাবর্ষের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী আবীর-উজ-জামান, (আইডি নং বি-১৯০৪০৬০০২)-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাইকে করে ক্যাম্পাসে যায় আবির। পরে সহপাঠীদের সঙ্গে তিনি ক্লাসে বসেন। এরই মধ্যে জানতে পেরে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের রুমের সামনে অবস্থান নেয়। তাকে বহিষ্কারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই তিনি ছাত্রদের বিরোধিতা করেছেন। গত ১৫ জুলাইতে প্রথম যেদিন ঢাবিতে ছাত্রীরা গিয়েছিল, সেদিন তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি।

এ ছাড়া হাসিনা সরকারের পতনের দুদিন আগেও তিনি তার অস্তিত্বের টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীদের হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল ফেসবুক স্ট্যাটাসে। এত বাজে কথা বলতে পারে আবির- এ নিয়ে ঝড় উঠেছে শিক্ষার্থীদের মধ্যে।

বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ বাপ্পি বলেন, আমাদের শত শত ভাইয়ের জীবন, চোখ দিতে হয়েছে যাদের জন্য তাদের আমরা বয়কট করেছি। আমাদের বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাকে বয়কট করা হয়েছে। আমাদের দাবি তাকে বহিষ্কার করা হোক।

এর আগে গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনায় আবিরসহ ৬ জনকে সাময়িক বহিষ্কার করে বিশবিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

১০

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

১১

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১২

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১৩

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১৪

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১৫

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৬

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৭

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৮

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৯

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

২০
X