জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রকাশিত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রমের বাস্তবায়ন পর্যালোচনা সভার কার্যবিবরণীতে একাধিক সিদ্ধান্ত লিখিত আকারে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

এতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ করবে এবং তাকে এ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদানের প্রস্তাব দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে। প্রকল্পের অবশিষ্ট যেসব কাজ এখনো আরম্ভ হয়নি অথবা দরপত্র অনুমোদন করা হয়নি সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ‘অর্পিত ক্রয় কাজ’ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

মন্ত্রণালয় আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত ২য় পর্যায়ের প্রকল্পের কাজ ‘অর্পিত ক্রয় কাজ’ হিসেবে যথাযথ পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করতে পারে এবং প্রস্তাবিত ২য় পর্যায় প্রকল্পের নাম এবং মৌলিক অঙ্গ চিহ্নিত করে প্রকল্পটির সংশোধিত বাজেটে বরাদ্দবিহীন তালিকায় অন্তর্ভুক্তির জন্য সংক্ষিপ্ত প্রকল্প ধারণাপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে প্রেরণ করবে।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পটির আওতায় ইতোমধ্যে সম্পাদিত কাজে দুর্নীতির বিষয়ে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক তদন্ত কমিটি গঠনের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালন বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে দ্রুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে অর্থ বিভাগে প্রেরণ করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে স্থাপনা/হোস্টেল/শিক্ষা সুবিধা নির্মাণে কোন ব্যক্তি/ফিলানথ্রপিক অর্গানাইজেশন দেশীয় বৈদেশিক সংস্থা হতে অনুদান/স্পন্সর পাওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুসন্ধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় বাস্তবায়নাধীন হিট প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, এখন আমরা সব কিছু বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। আমরা তো আগে থেকেই এসব নিয়ে কাজ করছিলাম। শিক্ষার্থীরা আন্দোলন করেছে এখন ব্যাপারগুলো আমাদের জন্য আরও সহজ হয়ে গিয়েছে। যত দ্রুত সম্ভব হয় আমরা এসব কাজ শেষ করে শিক্ষার্থীদের সব সংকট দূর করব।

তিনি আরও বলেন, আমি আজকেও ইউজিসিতে গিয়েছিলাম। পিডি নিয়োগের ব্যাপারে আবেদন করা আছে। ইউজিসি থেকে সেটি অনুমোদন হয়ে আসলেই নতুন পিডি দ্রুত নিয়োগ হয়ে যাবে।

দ্বিতীয় ক্যাম্পাস ও নতুন ক্যাম্পাস নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সে বিষয়ে তিনি বলেন, এটি একটি প্রজ্ঞাপন হওয়া প্রকল্পের নাম। চাইলেই আমরা এখন এগুলোকে দ্বিতীয় ক্যাম্পাস বলতে পারি না। পরবর্তী সকল নতুন প্রকল্পে যাতে দ্বিতীয় ক্যাম্পাস উল্লেখ করা হয় সেটি নিশ্চিত করব।

শিক্ষা মন্ত্রণালয় লিখিত দেওয়ায় আনন্দ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম ইসলাম বলেন, এখন আমরা চাই কাজগুলো দ্রুত বাস্তবায়ন হোক। আমরা চাই সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ। জবিয়ানদের অধিকার প্রতিষ্ঠা পাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১০

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১১

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১২

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১৩

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৪

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৫

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৬

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৭

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৮

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৯

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

২০
X