শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজস্ব ব্যবস্থাপনায় তিন হাজার শিক্ষার্থীর আবাসন নিশ্চিতের দাবি জবি ছাত্রদলের

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে আসদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে আসদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীর আবাসন ব্যবস্থার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

এ সময় সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় কমপক্ষে তিন হাজার শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনে পুরনো হল সংস্কার অথবা ভবন ভাড়া নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি বিভাগ থেকে হলের জন্য আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা করার দাবিও জানান তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ সমর্থন আছে। শিক্ষার্থীদের দাবিতে একমত পোষণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে যে কোনো উপায়ে হোক দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনের ছাত্রনেতাদের মতো দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন কর্মকাণ্ডে ছাত্রদল হস্তক্ষেপ করবে না। এ বিষয়ে কোনো ছাত্রদল নেতার সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের দোসর শিক্ষক ও কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাসহ সব যৌক্তিক দাবির সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন তিনি।

ছাত্রনেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থী সমস্যা সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। তবে আমি মনে করি, আমাদের সময়ক্ষেপণ না করে শিক্ষার্থীদের জন্য অস্থায়ীভাবে হলেও আবাসন ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, অস্থায়ী আবাসন ব্যবস্থা করতে হলেও অনেক টাকার প্রয়োজন। আজ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক আছে। সেখানে ইউজিসি প্রতিনিধিরাও থাকবেন। তাদের কাছে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরব।

এ সময় জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, মাইনুদ্দীন চৌধুরী, সহসভাপতি ইব্রাহিম কবির মিঠু, সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান রুমিসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের

কালবেলায় সংবাদ প্রকাশ / মেহেরপুরের সড়কে যৌথবাহিনী ও ট্রাফিক বিভাগের অভিযান

অবৈধভাবে দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ রাজউক চেয়ারম্যানের

হজে গিয়ে বাংলাদেশির মৃত্যু 

ভারত-পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের বার্তা

একের পর এক কালবৈশাখী আসছে চলতি মাসে

পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ফের সুখবর পেলেন সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকরা

ভয়াবহ পরিস্থিতি, বিশেষ দোয়া চাইলেন মুসলিম নেতা

সিরিয়ায় ইরানের সাম্রাজ্যবাদী পরিকল্পনা ব্যর্থ, গোপন নথি ফাঁস

১০

শুধু ১০০ দিনেই ওলটপালট করেছেন সব

১১

এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

১২

শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

১৩

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৪

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে ধাক্কা

১৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ আজ

১৬

জুমার দিন দোয়া কবুলের উত্তম সময় কখন 

১৭

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি

১৮

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১৯

আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা

২০
X