

বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত এক সন্ত্রাসীকে সস্ত্রীক আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—মো. সাজ্জাদ হোসেন (২৭) ও তার স্ত্রী জান্নাত আক্তার। পরে তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দিঘি এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ বীর-এর একটি আভিযানিক দল। ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাজ্জাদকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করে। পরে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বাড়িতে যায় সেনাবাহিনী।
এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তার পিস্তলটি লুকিয়ে ফেলার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে দেন। তবে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের বিচক্ষণ নেতৃত্বে তল্লাশি চালিয়ে ডোবা থেকে জার্মানির তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়। এসময় পিস্তলের পাশাপাশি বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্রে আরও জানা গেছে, নির্বাচনী এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন