ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটা দল। এ সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠিন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সূর্যসেন হলের শিক্ষার্থী লিমন হাসান, মুহসীন হলের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জান্নাতী বুলবুল, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব আব্বাস উদ্দীন, ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সীমা আক্তারসহ অন্যরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের সামনে হাতছানি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কার ও চর্চার মাধ্যমেই সেটি সফল হতে পারে বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক নিতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। যেটি তুলে আনার একমাত্র উপায় হচ্ছে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন। ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার দাবিটি ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে বর্তমানে। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন তথা ডাকসুর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন।

এতে আরও বলা হয়, কিছুদিন পূর্বে একটি কমিশন গঠন করা হলেও কমিটির সুপারিশমালা অনুযায়ী কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এ ব্যাপারে আমরা অন্ধকারের মধ্যে রয়েছি। অধিকাংশ ছাত্রসংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সে ব্যাপারেও কোনোরূপ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আমাদের জানা নেই। তাছাড়া নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও স্বচ্ছতার সাথে হবে বলে আমরা মনে করি না। সবদিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করছি আমরা।

রোডম্যাপ ঘোষণায় আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, গত পরশু জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। অথচ প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশের মৌলিক নেতৃত্বের মতো করে ছাত্রসংসদ নির্বাচনের ব্যাপারটিতেও নেতৃত্ব দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়। যার কারণে বর্তমান ঢাবি প্রশাসনের ওপর আমরা দারুণভাবে হতাশ হয়েছি, অন্তত এই বিষয়টিতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা দাবি করছি যে আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা না করলে আমরা কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে ঢুকে পড়ল সাপ, অতঃপর...

উত্তপ্ত যবিপ্রবি, স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

সাতক্ষীরায় বিএনপির তিন গ্রুপের দ্বন্দ্ব, নেতাকর্মীদের আস্থায় রহমতুল্লাহ পলাশ

আশাশুনি-কালীগঞ্জে সন্ত্রাস ও দখলবাজির স্থান হবে না : কাজী আলাউদ্দিন

৩০ বছরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

তনির বিরুদ্ধে সাবেক স্বামীর এজাহার, জবাবে যা বললেন

৫ ধরনের ব্যক্তির জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ

একটানা লম্বা ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

১০

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট / চার দিনের মধ্যে দাবি না মানলে শাটডাউন

১১

প্রকাশিত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

১২

হাঁস নাকি মুরগির ডিম বেশি উপকারী? যা বলছেন পুষ্টিবিদ 

১৩

ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে : মফিকুল হাসান

১৪

‘বাউলিয়ানার নামে ভণ্ডামি ছাড়ুন’

১৫

পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা সরকারের

১৬

আবুল সরকারের বিষয়ে অবস্থান পরিষ্কার করল এনসিপি

১৭

মেট্রোর অনলাইন রিচার্জে ধস, ৪ ঘণ্টায় ৭ লাখ হিট 

১৮

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত : উপদেষ্টা শারমীন

১৯

শহুরে ব্যস্ততায় স্বস্তি দিতে আমিন মোহাম্মদ এগ্রোর প্রাকৃতিক পিকনিক স্পট

২০
X