কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

আইইউবিএটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। ছবি : কালবেলা
আইইউবিএটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। ছবি : কালবেলা

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৬ সালের জন্য ৭৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনীতে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ মো. শাহেদ ইকবাল। উপদেষ্টা হিসেবে থাকবেন ড. এ কে এম পারভেজ ইকবালসহ আরও অনেকে। কমিটির সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার মো. জোয়ারদার ফাহাদ বিন সহিদ (পল্লব) দায়িত্ব গ্রহণ করেন।

সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। দিনব্যাপী আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা গান, আড্ডা, স্মৃতিচারণ এবং নানা গল্পে মেতে ওঠেন। তাদের একটাই পরিচয় সবাই আইইউবিটিয়ান।

পুনর্মিলনীর অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার গল্প, বিগত বছরের উন্নয়নের আলোকচিত্র প্রদর্শনী এবং জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা।

বিকেলে বিশেষ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম এবং প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক একেএম শরফুদ্দীন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য দেন বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার মো. তানভীর রায়হান, জেনারেল ম্যানেজার, ডেলবার্গ সিমেন্ট মেটেরিয়ালস বাংলাদেশ পিএসসি।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুনর্মিলনী শেষ হয়। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. এ কে এম পারভেজ ইকবাল।

উল্লেখ্য যে, আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে যাত্রা শুরু করে এটি। বর্তমানে উত্তরায় ২০ বিঘার নিজস্ব ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৪টি প্রোগ্রাম চালু আছে এই প্রতিষ্ঠানে।

যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থীর সঙ্গে এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক শিক্ষার্থীরাও নিয়মিত পড়াশোনা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি টার্গেট করবে ইরান

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত রোববার

সঞ্চয়পত্রে মুনাফা কমলো

হাদি হত্যার বিচার দাবিতে আজ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

১০

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬-৪ ডিগ্রিতে

১১

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

১২

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

১৩

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

১৪

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১৬

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১৭

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

২০
X