পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. শামীম

পাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ছবি : কালবেলা
পাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহসান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহসানকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ট্রেজারার পদে তার নিয়োগে মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (৩) (৪) (৫) (৬) ও (৭) ধারা অনুযায়ী বর্ণিত দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান কালবেলাকে বলেন, ইনশাআল্লাহ শনিবারে (১৮ জানুয়ারি) জয়েন করব। আপাতত বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্দেশে বলতে চাই- কীভাবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নেওয়া যায় এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে।

প্রসঙ্গত, তিনি ২০০৩ সালের মার্চে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বিএসসি), ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং ২০১২ সালের ফেব্রুয়ারিতে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি), দক্ষিণ কোরিয়া থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমএস/পিএইচডি (ইন্টিগ্রেটেড) ডিগ্রি অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার বন্ধ থাকবে বেসরকারি অফিসও, খোলা যেসব প্রতিষ্ঠান

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

৬ বার জামানত হারানো সুধীর রঞ্জন এবারও মনোনয়ন জমা দিতে পারেননি

ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্ৰুপ গভীরভাবে শোকাহত

আইসিবি ইসলামিক ব্যাংকের কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

স্থগিত হওয়া বিপিএলের ম্যাচগুলো কবে হবে, জানাল বিসিবি

১০

খালেদা জিয়ার জানাজায় যা নেওয়া যাবে না

১১

অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল

১২

খালেদা জিয়ার মৃত্যুতে সাত কলেজের পরীক্ষা স্থগিত

১৩

হাদি হত্যা : সিবিউন-সঞ্জয়-ফয়সাল ৩ দিনের রিমান্ডে

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

১৫

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

১৬

মৃত ব্যক্তি নারী হলে জানাজায় যে দোয়া পড়বেন

১৭

রাজধানীতে তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের শোক

১৯

‘বার্সেলোনা’র বিপক্ষে খেলবে মেসিরা, কবে কখন

২০
X