পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ ড. শামীম

পাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ছবি : কালবেলা
পাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহসান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. শামীম আহসানকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ট্রেজারার পদে তার নিয়োগে মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (৩) (৪) (৫) (৬) ও (৭) ধারা অনুযায়ী বর্ণিত দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান কালবেলাকে বলেন, ইনশাআল্লাহ শনিবারে (১৮ জানুয়ারি) জয়েন করব। আপাতত বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্দেশে বলতে চাই- কীভাবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এগিয়ে নেওয়া যায় এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে।

প্রসঙ্গত, তিনি ২০০৩ সালের মার্চে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (বিএসসি), ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং ২০১২ সালের ফেব্রুয়ারিতে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি), দক্ষিণ কোরিয়া থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমএস/পিএইচডি (ইন্টিগ্রেটেড) ডিগ্রি অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল সাগর, শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’

আ.লীগের অর্থপাচারের মাশুল জনগণকে দিতে হচ্ছে : রাশেদ প্রধান 

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে : মুরাদ

টাঙ্গাইলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের সমর্থনে রিকশা র‌্যালি

খড়ের মাঠ দখল নিয়ে ২ বাহিনীর গোলাগুলি, নিহত ২

বেসিসের সহায়ক কমিটি গঠন

বৃহত্তর সুন্নী জোটের জরুরি সভা অনুষ্ঠিত, যা বললেন জোটের নেতারা

সরকারি অর্থে বিদেশ ভ্রমণসহ যেসব ব্যয় বন্ধ থাকবে

ঝটিকা মিছিল : আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১০

এআইইউবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

১১

বগুড়ায় আজিজুল হক কলেজের লেক পরিষ্কার করল ছাত্রদল

১২

ইনানী নয়, কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাবে জাহাজ

১৩

৮ দিন ধরে মুক্তা পানির উৎপাদন বন্ধ, আন্দোলনে প্রতিবন্ধী শ্রমিকরা

১৪

মঙ্গলবার সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোন্থা, বাংলাদেশেও পড়বে প্রভাব

১৫

ভারতের মহড়া, আকাশসীমা বন্ধ ঘোষণা করল পাকিস্তান

১৬

জামায়াতের আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

১৭

শিক্ষিকার চুরি যাওয়া ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করল পুলিশ

১৮

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর

১৯

এল ক্লাসিকোয় আগুন জ্বেলে এখন সমালোচনার মুখে ইয়ামাল

২০
X