ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিনারে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়ের পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্র সংস্কার। আর আমরা তা যথাযথভাবে করছি। তবে আমরা এটাও দেখছি, এমন এমন কাজ হচ্ছে যার কারণে মানুষ ভাবছে, আমাদের বিপ্লবটা বোধ হয় ব্যাহত হয়ে যাচ্ছে। বিপ্লব ব্যাহত হচ্ছে না বরং জুলাই বিপ্লব যে আকাঙ্ক্ষা নিয়ে হয়েছে তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শিরোনামে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি সাংবাদিক সমিতি (ইবিসাস) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রেস সচিব বলেন, জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন আপনারা খুব শর্টটার্মে দেখছেন। এজন্য অনেকে চিন্তিত হয়ে যাচ্ছেন। তাদের বলব, পূর্বের ইন্টেরিম সরকার ও অন্যান্য সময়ের সঙ্গে তুলনা করে দেখেন, আমরা অভূতপূর্ব কাজ করেছি কিনা? একটা ভঙ্গুর রাষ্ট্রকে মাত্র ৫ মাসে এই সরকার স্থিতিশীলতায় নিয়ে এসেছে। অপরাধপ্রবণতা, রাজনৈতিক সহিংসতা কমে আসছে। কয়েকটা জায়গায় যদিও ব্যত্যয় ঘটছে কিন্তু এসব ঘটনায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শফিকুল আলম বলেন, আপনারা ভাবছেন ধীর গতিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। অথচ দেশে ইকোনমিক রিকোভারি হয়েছে। আগস্টের পরে অর্থনৈতিক গতি বেড়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে তার বাবার হত্যাকারীদের খুঁজে খুঁজে দেশে এনে শাস্তি দিয়েছে। এই অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে এনে বিচার করবে। এজন্য আন্তর্জাতিক অঙ্গনে যত চাপ প্রয়োগ করা যায় অন্তর্বর্তী সরকার তা করছে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার যত অপকর্ম তা তুলে ধরতে ৪০০ পাতার এক শ্বেতপত্র প্রস্তুত করেছে এই সরকার। আপনারা এটি পড়লে বুঝতে পারবেন, তারা কীভাবে আমার আপনার টাকা পাচার করে একটি চোরতন্ত্র কায়েম করেছিল। এটা নিয়ে বিভিন্ন সেমিনার হওয়া উচিত।

ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িমের সঞ্চালনায় ও বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ড. হোসাইন আল মামুন উপস্থিত ছিলেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবি সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কর্মরত এস এম রাশিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X