

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে শিক্ষক নিয়োগে সভাপতির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে উঠেছে। তার অনুপস্থিতির কারণেই আজকের বোর্ডটি স্থগিত করা হয়েছে এমনটি জানিয়েছে প্রশাসন।
রোববার (২৫ জানুয়ারি) এ নিয়োগ বোর্ড বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুর ২টার দিকে ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে জড়ো হয়ে মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় তারা নিয়োগ বোর্ড স্থগিতের উপযুক্ত কারণ দেখাতে বলেন। জাতীয় নির্বাচনের পূর্বেই নিয়োগ সম্পন্নের দাবি জানান তারা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিভাগের সভাপতি আমাদের আশ্বস্ত করেছিলেন তিনি উপস্থিত থাকবেন। তবে আজ তিনি আসেননি। আমাদের বোর্ডের বাকি ৩ সদস্য উপস্থিত ছিলেন। প্রার্থীরাও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন। অতি সত্বর সভাপতির সঙ্গে যোগাযোগ করে পুনরায় বোর্ডটি অনুষ্ঠিত হবে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে ড. রশিদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেশনজটের অন্যতম প্রধান কারণ শিক্ষক সংকট।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, খেলাফত ছাত্র মজলিস, ইবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীসহ জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন