শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
জবি প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের মাধ্যমেই নিউ মডেলের বাংলাদেশ সম্ভব : শিশির মনির

‘নাগরিক দায়িত্ব ও আইনের শাসন’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা
‘নাগরিক দায়িত্ব ও আইনের শাসন’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসা সংস্কার প্রস্তাবনা কার্যকরের মাধ্যমে নিউ মডেলের বাংলাদেশ গঠন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সোমবার (২০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়ামের (আইআরডিসি) আয়োজনে ‘নাগরিক দায়িত্ব ও আইনের শাসন’ শীর্ষক সেমিনারে তিনি এ সব কথা বলেন।

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, যে কোনো দেশের জন্য আইনের শাসন খুবই গুরুত্বপূর্ণ। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে দেশের গণতন্ত্রের গতি বৃদ্ধি পায়। আইনের শাসনে বিশ্বাস করলে রাষ্ট্রে অনৈতিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব। ‘জনগণের ক্ষমতাই সবচেয়ে বড়’ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই সত্য মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারকে আইনের শাসনে পরিচালিত করতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণ সচেতন না হলে আবারও অনৈতিক সরকারের অভ্যুত্থান ঘটতে পারে।

শিশির মনির বলেন, একজন শিক্ষককে যাচাই করবে ছাত্ররা। শিক্ষকদের চ্যালেঞ্জ করার মতো ছাত্র যেখানে থাকবে, সেখানে শিক্ষকরা অধিকতর সচেতন হবে। ছাত্র শিক্ষকের চেয়ে বেশি জানতে পারে। শিক্ষক-ছাত্র, আইনজীবী সবাই সবাইকে প্রশ্ন করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ না। কর্তৃত্ববাদী সরকারের বিপক্ষে যদি ছাত্ররা না দাঁড়াতেন তাহলে আমরা এখন যা করছি কেউ তা করতে পারতাম না। তাহলে বুঝেন সিটিজেনে ক্ষমতাটা কোথায়?

প্যানেল আলোচনায় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্‌দীন বলেন, নাগরিকের মধ্যে নৈতিকতা না থাকায় আইনের প্রতিফলন সমাজে আসেনি।

তিনি আরও বলেন, আল্লাহ আমাদের সর্বোত্তম জাতি হিসেবে তৈরি করেছেন। কিন্তু আমাদের যে দায়িত্ব সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ সেটা আমরা করতে পারিনি বলেই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘ ১৫/১৬ বছর ফ্যাসিবাদকে প্রতিরোধ করা সম্ভব হতো যদি আমরা সঠিকভাবে প্রতিবাদ করতাম। আইনের বাস্তব প্রয়োগ না হওয়ার কারণে আমাদের নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি।

আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী বলেন, এত বছর আইন প্রয়োগ করা হলেও মূলত দেশে সঠিক আইন ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইন মানবাধিকার ক্ষুণ্ন করেছে, যা রাষ্ট্রের আইনি কাঠামোকে দুর্বল করেছে। প্রতিটি দেশের আইন হবে সে দেশের কালচার অনুযায়ী, আমাদের দেশ গণতান্ত্রিক হলেও সঠিক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার জরুরি আর এজন্য সংবিধান সংশোধন করা আবশ্যক। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব বর্তমান সরকারকে সংস্কারে সহযোগিতা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ উল আজম সওদাগর বলেন, আইনের শাসন না থাকলে ব্যক্তিগত যোগ্যতা ও অযোগ্যতার ওপর সবকিছু নির্ভর করে। আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হবে, ব্যক্তি ক্ষমতা কমাতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব।

অনুষ্ঠানটির শুরুতে স্বাগত বক্তব্য দেন আইআরডিসির প্রেসিডেন্ট ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এবং সঞ্চালনা করেন আইআরডিসির জেনারেল সেক্রেটারি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সা.সম্পাদকসহ ১০ পদে বিজয়ী বিএনপি

নারায়ণগঞ্জে কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা সমাবেশে মাসুদুজ্জামান

আপনার সুস্থতায় সাহস পায় বাংলাদেশ : নাছির উদ্দীন নাছির

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে জামায়াত আমিরের উদ্বেগ

খালেদা জিয়াকে নিয়ে হাদির আবেগঘন বার্তা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া কামনা, তারেক রহমানের কৃতজ্ঞতা

নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব : আবদুল আউয়াল মিন্টু

আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

১০

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র

১১

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

১২

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

১৩

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

১৪

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

১৫

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

১৬

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

১৭

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

১৮

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

১৯

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

২০
X