জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যায় জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। ছবি : কালবেলা
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। ছবি : কালবেলা

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) জোহরের নামাজ শেষে শান্ত চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। ‘দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও-গুঁড়িয়ে দাওসহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের বাংলাদেশি বোনের বিচারের জন্য দাঁড়িয়েছি। আমরা সবসময় বৈষম্যের শিকার হই। আপানারা জানেন ভারত যে নিপীড়ন আমাদের ওপর করে, তা নিয়ে কখনো ভারতীয় হাইকমিশনকে বাংলাদেশ থেকে কোনো জবাবদিহি করতে চাওয়া হয় না। ফেলানী থেকে শুরু করে অনেক বাংলাদেশিকে সীমান্তে হত্যা করার পরও তাদের কোনো বিচার হয়নি। আমাদের দাবি, খুব দ্রুত সব হত্যা ও জুলুমের বিচার করা হোক। বিচার করা না হলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজ রহমান বলেন, ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে অন্যায়ভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব ঘটনা বাংলাদেশেকে হেয়প্রতিপন্ন করার শামিল। ‌বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশ নিয়ে চক্রান্ত কোনোভাবে সহ্য করা যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার কামনা করছি।

আরেক শিক্ষার্থী বলেন, ২৮ বছরের নারীকে ধর্ষণের পর হত্যা কোনোভাবেই সুস্থ মানুষ হিসেবে মেনে নেওয়া সম্ভব না। ভারত এর আগে এমন ঘটনা বারবার ঘটিয়েছে কিন্তু ভারত কোনো ব্যবস্থা নিতে পারছে না অন্যায়কারীদের বিরুদ্ধে। তারা যদি এখনও অবগত না হয় তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।

ইসলামিক ইস্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদ বলেন, ফেলানী হত্যার এখনো কোনো বিচার হয়নি, ভারত সবসময় বাংলাদেশকে নিয়ে নাক গলায়। তারা সবসময় বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। আমরা প্রতিবাদ জানাই, আমাদের যে বোনকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার করা হোক।

উল্লেখ্য, গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

১০

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

১১

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

১২

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

১৩

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১৪

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১৫

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১৬

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৭

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৮

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৯

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

২০
X