রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের পর হত্যা করে বালুচাপা

অভিযুক্তের বাড়ি ও ইনসেটে অভিযুক্ত ফজলু মিয়া। ছবি : কালবেলা
অভিযুক্তের বাড়ি ও ইনসেটে অভিযুক্ত ফজলু মিয়া। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে বালুচাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছেন। বিক্ষুব্ধ জনতা থানার ওসিকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে তাকে উদ্ধার করা হয়।

রোববার (১১ মে) সকালে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নে অভিযুক্তের বাড়ির সামনে বালুর নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত কাঠমিস্ত্রি ফজলু মিয়াকে (৪৫) আটকের পর পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে অভিযুক্ত ফজলু কৌশলে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার করলে তাকে হত্যার পর মরদেহ বালিচাপা দিয়ে রাখে। শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ফজলুর বাড়ির ভেতরে বালির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ফজলুকে আটক করে রাখেন। এ ঘটনা জানাজানি হলে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ফজলুর বাড়িতে অগ্নিসংযোগ করে গাছপালা কেটে ফেলেন।

এ সময় মিঠাপুকুর থানার ওসি আবু বকর সিদ্দিক বিক্ষুব্ধদের থামাতে চাইলে তারা তার ওপর চড়াও হন। বিক্ষুব্ধ জনতা তাকে ধাওয়া করে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ প্রায় চার ঘণ্টা চেষ্টার পর পুলিশ সুপার, ইউএনও, সেনাবাহিনী, সিআইডিসহ বিভিন্ন দপ্তরের সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

শিশুটির বাবা বলেন, আমি কাজ করছিলাম, একজন আসি কইলো- ‘দেখো তোমার বেটির কী হইছে।’ দৌড়ায়ে যায়া দেখ্যো- মোর বেটিক মারি, বালু দিয়া ঢাকি থুইছে।’

রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন কালবেলাকে বলেন, অভিযুক্তের বাড়িতে এলাকাবাসী অগ্নিসংযোগ করে। ওসি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করে ওসিকে নিয়ে আসি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারসহ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এসময় উত্তেজিত জনতাকে অভিযুক্তের বিরুদ্ধে বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে শান্ত করা হয়। অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। সিআইডি টিম শিশুটির স্যাম্পল সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে আসা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি তারকার সঙ্গে রোমান্স, ফেঁসে যাচ্ছেন দিলজিৎ

লন্ডনে বৈঠক / অনৈক্যের আশঙ্কা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি : রাশেদ প্রধান 

যমুনা সেতুর পশ্চিমে ১৫ কিমি যানজট

তেলআবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সবকিছু, এক ইহুদির রোমহর্ষক বর্ণনা

ট্রাম্পের ভিত নড়বড়ে করে দিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরান-ইসরায়েল হামলা / ট্রাম্প, মাখোঁ ও মেলোনির সঙ্গে সৌদি যুবরাজের আলাপ

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান

ক্লাব বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মায়ামি ও সুয়ারেজ

আটকে পড়া ইরানি হাজিদের প্রসঙ্গে সৌদি বাদশাহর নির্দেশ

১০

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

১১

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১২

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

১৩

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

১৪

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

১৬

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

১৭

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

১৯

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

২০
X