কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে বঙ্গমাতা হলের নাম বদলে ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত

শহীদ ফেলানী ও বেরোবি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
শহীদ ফেলানী ও বেরোবি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা ও বঙ্গমাতা হলের নাম বদলে ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ ছাড়া দিনটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ড. এম শওকাত আলী সভাশেষে এ তথ্য জানান।

তিনি জানান, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের হল ভাড়া ও উন্নয়ন ফি মওকুফসহ সিন্ডিকেট সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পালটানো হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানী হল’ করা হয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল দুটির নামফলক ভেঙে ফেলে নতুন নাম ঘোষণা করেছিলেন।

সিন্ডিকেট সভা শেষে আবাসিক হলের নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের নামে বিভিন্ন হল ও স্থাপনার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছিল আমরা তার উত্তর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা তার পরিবারের নামে দুটি হল ও একটি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানি হল’ নামকরণের সিদ্ধান্ত সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। আজ থেকে এ নামে পরিচালিত হবে। এছাড়া ড. ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট এর নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ড. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। এ দিনটি পালন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানান তিনি।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, যুবক নিহত

আমরা বাণিজ্যযুদ্ধ চাই না, তবে ভয়ও পাই না : চীন

বিয়ে করতে চান মালাইকা, আছেন প্রস্তাবের অপেক্ষায়

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে কে পেলেন কত টাকার পুরস্কার

যশোরে কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ডিসপ্লে সেন্টার উদ্বোধন

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

কুয়াশা আর শিশিরে হেমন্তেই শীতের হাতছানি

আসছে একাধিক শৈত্যপ্রবাহ

ভিটামিন ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

সুন্দরবনে ফুট ট্রেইলে ঘুরছে বাঘ

১০

ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

১১

ক্লাসের ফাঁকে ‘চা খেতে’ গিয়ে ধরা ইবি ছাত্রলীগ নেতা

১২

টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ

১৩

১৩ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

১৫

১৩ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

অ্যাপ্লায়েন্স বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৭

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

ধর্ষণচেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

২০
X