বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে বঙ্গমাতা হলের নাম বদলে ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত

শহীদ ফেলানী ও বেরোবি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
শহীদ ফেলানী ও বেরোবি বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

শহীদ আবু সাঈদের মৃত্যুর দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা ও বঙ্গমাতা হলের নাম বদলে ‘শহীদ ফেলানী’ করার সিদ্ধান্ত নিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এ ছাড়া দিনটি যথাযথ মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ড. এম শওকাত আলী সভাশেষে এ তথ্য জানান।

তিনি জানান, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের হল ভাড়া ও উন্নয়ন ফি মওকুফসহ সিন্ডিকেট সভায় একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পালটানো হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে ‘বিজয় ২৪’ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানী হল’ করা হয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল দুটির নামফলক ভেঙে ফেলে নতুন নাম ঘোষণা করেছিলেন।

সিন্ডিকেট সভা শেষে আবাসিক হলের নাম পরিবর্তনের বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের নামে বিভিন্ন হল ও স্থাপনার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসেছিল আমরা তার উত্তর দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা তার পরিবারের নামে দুটি হল ও একটি গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ‘শহীদ ফেলানি হল’ নামকরণের সিদ্ধান্ত সিন্ডিকেট অনুমোদন দিয়েছে। আজ থেকে এ নামে পরিচালিত হবে। এছাড়া ড. ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট এর নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ড. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়াও যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হবে। এ দিনটি পালন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সব প্রতিষ্ঠানকে অনুরোধ জানান তিনি।

উপাচার্য বলেন, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে যে নির্দেশনা এসেছে তা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তবে আহত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের হল ভাড়া ও বিভাগের উন্নয়ন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামানিক, সিন্ডিকেট সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

১০

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১১

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১২

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১৩

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৪

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৫

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৬

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৭

কে এই তামিম রহমান?

১৮

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৯

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

২০
X