খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটের প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর একটা পর্যন্ত উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা তালা লাগিয়ে দেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বেলা একটা পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়নি। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন, বিভিন্ন একাডেমিক ভবন ও বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছি।

এদিকে পাঁচ দফা দাবিতে আজ সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নেন। এই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন আছেন ভিসি মুহাম্মদ মাছুদ। গতকাল মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে আছেন।

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েট মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।

এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারির কুয়েটের ৯৮তম সিন্ডিকেটের জরুরী সভা এগিয়ে নিয়ে এসে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। এতে অবরুদ্ধ থাকা ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ অনলাইনে সভায় যোগদান করেন। সিন্ডিকেটে কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫টি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। ছাত্ররাজনীতি নিষিদ্ধ আবেদশ বহাল রাখা এবং হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, বহিরাগতদের বিরুদ্ধে মামলা দায়ের করা, আহত সবাইকে কুয়েটের ব্যবস্থাপনায় সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিভাগীয় কমিশনারের তত্বাবধায়নে শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েটের আহ্বায়ক মো. ওমর ফারুক কালবেলাকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা ও কুয়েটকে রাজনীতি মুক্ত করতে ৫ দফা দাবি দিয়েছে। সেটার জন্য নির্ধারিত সময় পার হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা লাগিয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগে ’৭১ নিয়ে মাফ চান, পরে ভোট চান : মির্জা ফখরুল 

বিমান থেকে নিজেই লাগেজ নিয়ে নামলেন তারেক রহমান

হাইকোর্টের রায় / নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি বৈধ

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত : মাহদী আমিন

থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

শুক্রবার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জব্দ করা সুপারট্যাংকার ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

১০

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

১১

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

১২

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

১৩

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

১৪

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

১৬

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

১৭

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

১৮

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

১৯

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

২০
X