খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কুয়েটের প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা লাগিয়ে দেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর একটা পর্যন্ত উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবি পূরণের জন্য বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর তারা তালা লাগিয়ে দেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বেলা একটা পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়নি। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন, বিভিন্ন একাডেমিক ভবন ও বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছি।

এদিকে পাঁচ দফা দাবিতে আজ সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সামনে অবস্থান নেন। এই চিকিৎসাকেন্দ্রের দোতলায় চিকিৎসাধীন আছেন ভিসি মুহাম্মদ মাছুদ। গতকাল মঙ্গলবার রাতে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি সেখানে আছেন।

কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের কুয়েট মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।

এদিকে আগামী ২৪ ফেব্রুয়ারির কুয়েটের ৯৮তম সিন্ডিকেটের জরুরী সভা এগিয়ে নিয়ে এসে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। এতে অবরুদ্ধ থাকা ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ অনলাইনে সভায় যোগদান করেন। সিন্ডিকেটে কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫টি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। ছাত্ররাজনীতি নিষিদ্ধ আবেদশ বহাল রাখা এবং হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, বহিরাগতদের বিরুদ্ধে মামলা দায়ের করা, আহত সবাইকে কুয়েটের ব্যবস্থাপনায় সুচিকিৎসা নিশ্চিত করা এবং বিভাগীয় কমিশনারের তত্বাবধায়নে শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েটের আহ্বায়ক মো. ওমর ফারুক কালবেলাকে বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা ও কুয়েটকে রাজনীতি মুক্ত করতে ৫ দফা দাবি দিয়েছে। সেটার জন্য নির্ধারিত সময় পার হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা একাডেমিক ভবনে তালা লাগিয়েছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কোথায় বা কখন আটকানো হতে পারে, তা বলা কঠিন’

শ্বশুরবাড়িতে যুবককে গলা কেটে হত্যাচেষ্টা, ভুক্তভোগীর মামলা

বেনামাজি ব্যক্তিকে সাক্ষী রাখলে বিয়ে বৈধ হবে কি?

বিসিবির নির্বাচন হতে বাধা নেই

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন উত্তর কোরিয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

কনমেবল ইভল্যুশন লিগ / অতিরিক্ত সময়ে নাটকীয় গোল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল

শিগগির দল হিসেবে আ.লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে

তিন নদীতে বাড়তে পারে পানি, চার জেলায় বন্যার পূর্বাভাস

দুদকের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র

১০

ধানক্ষেতের আইলে মরদেহ, পাশে পড়ে ছিল কলার ব্যাগ

১১

অর্থ পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ কর্মশালার সনদ প্রদান

১২

‘ভারত আমার মাতৃভূমি’, হঠাৎ কেন এই কথা বললেন পাক ক্রিকেটার

১৩

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড সব

১৪

একটানা অনেক দিন চিয়া সিড খেলে শরীরে ৫ সমস্যা দেখা দিতে পারে

১৫

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী আদালতে

১৬

দার্জিলিংয়ে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

১৭

বাবা-মা ও স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ বানিয়ে ভাতা তুলছেন ইউপি সদস্য

১৮

ভারতের তিন রাজ্যে কাশির সিরাপ নিষিদ্ধ

১৯

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সন্ধ্যা

২০
X