অনলাইন প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১২ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
খিলগাঁও মডেল কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

দলাদলি করে শিক্ষা ব্যবস্থার আর ক্ষতি করবেন না

https://www.kalbela.com/admin/news-list/modify/167806#
খিলগাঁও মডেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন, শুধু দলাদলিতে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বিরাট ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি অপূরণীয়। আমাদের শিক্ষার মান ও শিক্ষকদের জীবনযাত্রা পরিবর্তনের জন্য যা যা প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় সবই করবে, শুধু আপনাদের প্রতি অনুরোধ, আপনারা দলাদলি করে শিক্ষা ব্যবস্থার ক্ষতি করবেন না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজে আয়োজিত নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একট কথা ভেবে দেখুন, উন্নত বিশ্বের কথা বাদই দিলাম, আমাদের প্রতিবেশীদের দিকে তাকান। তারা কত এগিয়ে গেছে। অথচ আমরা কোথায় পড়ে আছি। কেন আমাদের এ অবস্থা? কেন স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা এভাবে পরে রইলাম? কেন স্বাধীনতার ৫৪ পরও আমাদের আরেকটা লড়াই করা লাগে? আমরা আর কত শহীদ হবো, কত ফাইট করব?

এ সময় জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, যারা আহত হয়েছেন, তাদের কথা স্মরণ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, শত শত বছর ধরে এ দেশের তরুণরা, ছাত্ররা মুক্তির পথ দেখিয়েছে। ছাত্রদের আত্মত্যাগ ও জাতীর প্রতি তাদের অবদান স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর নামে শিক্ষাবৃত্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে।

উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজানোর কাজ শুরু করেছি। আমরা বলতে চাই, এতদিন জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে চলেছে, এখন আর সেভাবে চলবে না। আগামী মে মাস থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়া আর ভর্তি হওয়া যাবে না। আমরা সব বিভাগের শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় শিক্ষাদানের পাশাপাশি কারিগরি শিক্ষারও ব্যবস্থা করছি যেন, কোনো অবস্থাতেই আমাদের শিক্ষার্থীদের বেকার না থাকতে হয়। দেশে বিদেশে তারা যেন সম্মানের সঙ্গে ভালো উপার্জন করতে পারেন।

‘আমরা চাই আমাদের ছেলেমেয়েরা নিজেদেরকে যোগ্য করে তুলুক, মানুষের মতো মানুষ হোক। আর এজন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ তৈরি। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই উদ্যোগই নিয়েছে। আসলে জাতিকে এগিয়ে নিতে হলে মানবসম্পদে রূপান্তরিত হতে হবে। শুধু রাস্তা, ব্রিজ দিয়ে মানুষের মন জয় করা যায় না, ইতোমধ্যে আপনারা দেখেছেন,’ যোগ করেন তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে খিলগাঁও মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইমাম জাফর নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খিলগাঁও মডেল কলেজে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, পরিশ্রম করে, তারা অনেক বড় হয় জীবনে। আমাদের শিক্ষকদের সবাই খুব যোগ্য, মেধাবী ও নিবেদিতপ্রাণ। তোমাদের সহযোগিতা করতে তারা সবসময় প্রস্তুত। আমি চাই তোমরা যেন এখান থেকে লেখাপড়া করে নিজেদের জীবন গড়তে পারো।

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা, সৃজনশীলতা ও আচরণের ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি আমার ছেলেমেয়েরা প্রত্যেকে মানবিক মানুষ হবে। তারা তাদের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে দেশে ও জাতির উন্নতিতে অবদান রাখবে। হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে, সেই বাংলাদেশকে সমৃদ্ধ করার মাধ্যমে শহীদদের রক্তের প্রতিদান দেবে।

অধ্যক্ষ বলেন, তোমাদের অভিভাবকদেরও ধন্যবাদ দিতে চাই। তারা তোমাদের পড়াশোনার জন্য এই প্রতিষ্ঠানকে বেছে নিয়েছেন। এখন আমি তাদের অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনা সফলভাবে শেষ হওয়া পর্যন্ত সহযোগিতা করবেন। তারা যেন মাঝপথে ঝরে না পড়ে।

কলেজের গভর্নিং বডির সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে কলেজের বিদ্যুৎসাহী সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, হিতৈষী সদস্য মামুনুর রশীদ আখন্দ, শিক্ষক প্রতিনিধি কে এম নাহিদ হাসান, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি এম জামান ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে নতুন নিয়মে পদ হারাবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, আসছে বিল

পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের কাছে বড় ব্যবধানে হারল নারী লাল দল

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত, ঝড়ের আশঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

১০

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

১১

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১২

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১৩

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১৪

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৫

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৬

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৭

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১৮

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৯

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

২০
X