জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীকে মারধর করায় গাবতলী লিমিটেডের ১০ বাস আটক 

১০টি বাস ক্যাম্পাসে নিয়ে এসে আটকে রেখেছেন জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
১০টি বাস ক্যাম্পাসে নিয়ে এসে আটকে রেখেছেন জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের ১০টি বাস ক্যাম্পাসে নিয়ে এসে আটকে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) সকালে যাত্রাবাড়ী থেকে বাসগুলো নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির সামনে আটকে রেখে দেয় তারা। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম কিরণ কুমার রবিদাস । তিনি ২০২৩-২৪ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী ।

জানা যায়, গুলিস্তান থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ড যাওয়ার জন্যে ৮ নম্বর গাবতলী বাসে ওঠেন রবিদাস। কিন্তু যথাসময়ে বাস না ছাড়া এবং ইফতারের সময় হয়ে আসায় বাস কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা হয় একাধিক যাত্রীর। ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গেও একপর্যায়ে হাতাহাতি হয় বাস ড্রাইভারের। পরবর্তীতে বাস ছেড়ে দিলে একে একে সবাই নেমে গেলেও কল্যাণপুরে নামতে দেয় না রবি দাসকে। বাসে তাকে আটকে রেখে গালিগালাজ, ডাবলভাড়া নেওয়া ও বাস স্টাফদের জড়ো করে মারধর করা হয়।প্রাণ বাঁচানোর জন্য একটা বাইকে করে সেখান থেকে সে পালিয়ে আসে।

শিক্ষার্থীরা জানান, দুই দিন আগে জগন্নাথের নারী শিক্ষার্থীকে ভিক্টর ক্লাসিকের বাসে হেনস্তা করা হলো। দিন পার না হতেই আরেক বাসে মারধর করা হলো আরেক জবি শিক্ষার্থীকে। ভিক্টর ক্লাসিককে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু গাবতলী বাসের লোকজন সীমা অতিক্রম করে ফেলেছে। আমাদের ভাই-বোনদের সঙ্গে যাতে অন্তত কোনো বাস চোখ তুলে তাকাতে না পারে তার ব্যবস্থা করব। বিচার না করা পর্যন্ত এই বাসগুলো এখান থেকে এক পা সরবে না।

এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী কিরণ কুমার রবিদাস বলেন, আমি অন্য যাত্রীদের মতো শুধু যথাসময়ে বাস ছাড়ার কথা বলেছি। কিন্তু আমাকে আলাদাভাবে আটকে রেখে মারধর করে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে তারা মারল- আমি এর সুষ্ঠু বিচার চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন তারা যেন সুষ্ঠু বিচার করে।

এই বিষয়ে গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের বাসের এক হেলপার বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা দেখি। আমাদের স্টাফদের মধ্যে যারা এই কাজ করেছে তারা বড় ধরনের অপরাধ করেছে। তাদের মোটেও এটা করা উচিত হয়নি।আমাদের বাস মালিক পক্ষ আসছে তারা এসেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলবে। আমরা সুষ্ঠু সমাধান চাই।

গাবতলী লিংক (প্রা.) লিমিটেডের এমডি রুবেল জানান, আমরা গতকাল রাতেই এ বিষয়ে অবগত হয়েছি। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আমরা আসলে বুঝিনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে যতদ্রুত সম্ভব এটির সুষ্ঠু সমাধান করব।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. একেএম রিফাত হাসান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে চাঁদাবাজ-টেন্ডারবাজ থাকবে না’

ভারতের যে ৩২ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

দ্বিতীয় দিনের মতো শাহবাগে ছাত্র-জনতা, যান চলাচল বন্ধ

জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক মোর্শেদ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ২ ট্রেনের বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক

রক্তিম কৃষ্ণচূড়ায় মেতেছে ফরিদপুরের প্রকৃতি

ছাত্রদের দাবির সঙ্গে একাত্মতা ইলিয়াস কাঞ্চনের

উত্তেজনা কমার শর্ত দিল পাকিস্তান

পাকিস্তান ছেড়ে দেশে ফিরছেন রিশাদ ও নাহিদ

ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

১০

পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শাহবাজ

১১

নিষেধাজ্ঞার ২৫ দিনেও চাল পাননি উপকূলের ৮ হাজার জেলে

১২

সংযোগ সড়কে ধস, ৫ মাসেও নেই সংস্কারের উদ্যোগ 

১৩

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই

১৪

দাওয়াত না দেওয়ায় শেকৃবিতে ছাত্রদলের ২ গ্রুপের হাতাহাতি 

১৫

এক্সক্লুসিভ / ভারতকে ইসরায়েল হয়ে ওঠার বুদ্ধি মার্কিন নিরাপত্তা বিশ্লেষকের

১৬

ছুটি পেয়ে বাড়ি ফেরার ট্রেনেই সন্তান প্রসব নারীর 

১৭

ব্লকেড নিয়ে নতুন বার্তা হাসনাতের

১৮

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের কর্মকর্তা নিহত

১৯

১৬ কারিগরি প্রতিষ্ঠানে নাম বদল, বাদ পড়লেন শেখ হাসিনা ও স্বজনরা

২০
X