

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে স্টেকহোল্ডারদের জন্য ‘আইকিউএসি ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড মর্ডানাইজেশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে এই কর্মসূচি আয়োজিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এই কর্মশালাটি সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভবিষ্যতে বিভিন্ন নীতিমালা, রুলস ও রেগুলেশন প্রণয়নে এটি সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের গুণগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী ও কার্যকর কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি অংশগ্রহণকারীদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবু লায়েক। কর্মশালার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা আইকিউএসির সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণ বিষয়ে তাদের মতামত উপস্থাপন করেন। এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক মেজবাহ উল আজম সওদাগর পিএসএসি বিষয়ক সেশন পরিচালনা করেন এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন কেপিআই বিষয়ক সেশন পরিচালনা করেন।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের পরিচালকরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন