পঞ্চম সমাবর্তনে যোগ দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
চট্টগ্রাম সার্কিট হাউসে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা নিয়ে মতবিনিময় ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ২৩ একর জমির নিবন্ধিত দলিল হস্তান্তর শেষে সমাবর্তনে যোগ দিতে রওনা দেন তিনি।
বুধবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বের হন প্রধান উপদেষ্টার গাড়ি বহর। যাওয়ার সময় তিনি অক্সিজেন-হাটহাজারী সড়ক বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করবেন।
জানা গেছে, সমাবর্তনে মূল অনুষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানেই বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অতিথিদের আসন গ্রহণ শুরু করেন দুপুর দেড়টায়। দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা হয়। তবে এতে কোনো গ্র্যাজুয়েট অংশ নিতে পারেননি। পরে দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি লিট গ্রহণ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য, উপাচার্যের বক্তব্য, দুই সহ-উপাচার্যের বক্তব্য মিলিয়ে অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের আরও চার উপদেষ্টা উপস্থিত থাকবেন। তারা হলেন- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বিদ্যুৎ ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।
মন্তব্য করুন