নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ
ভাস্কর্য ভাঙচুর

‘শিল্পীর ৭ লাখ টাকা এখনো বাকি’

ভেঙে ফেলা ভাস্কর্য, ইনসেটে শিল্পী। ছবি : কালবেলা
ভেঙে ফেলা ভাস্কর্য, ইনসেটে শিল্পী। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটিতে স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটির একটি বড় অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়। পরে অবশ্য কাজ বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে ভাস্কর্য ভাঙার ঘটনা শুনে নিজের সম্মানীর ৭ লাখ টাকা বকেয়ার কথা জানিয়েছেন ভাস্কর মনিন্দ্র পাল। তিনি বলেন, ভাস্কর্যটি নিয়ে আমার সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি হয়েছিল, যা ছিল ভ্যাট-ট্যাক্সছাড়া। এর মধ্যে আমি ৮ লাখ টাকা পেয়েছি। এখনো ৭ লাখ টাকা বকেয়া রয়েছে। টাকার জন্যও আমি প্রায় এক বছর ধরে ঘুরছি। এই প্রকল্পের চুক্তি হয়েছিল তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর এবং প্রকল্প পরিচালক জুবায়ের আহমেদের সঙ্গে।

তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পেরে পিডি জুবায়ের, ডিন, ত্রিশাল থানার ওসি, প্রক্টর এবং ডিপিডি হাফিজের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কেউই দায় স্বীকার করেননি কিংবা স্পষ্ট কোনো বক্তব্য দিতে চাননি। ডিপিডি শুধু এটুকু বলেন, আপনি ভালো করেই জানেন কেন ভাঙা হচ্ছে। আমি আসলেই জানি না কী কারণে ভাঙা হয়েছে। এই কাজের মধ্যে বিন্দুমাত্র রাজনৈতিক বার্তা নাই, এটি কবি কাজী নজরুল ইসলামের ‘অঞ্জলি লহ মোর’ গানের থিম থেকে নেওয়া। একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অত্যন্ত অপমানজনক, দুঃখজনক এবং মানসিকভাবে বিপর্যয়কর।

এ ব্যাপারে প্রকল্প পরিচালক জুবায়ের আহমেদ বলেন, শিল্পীর সম্মানীসহ অন্যান্য বিষয়গুলো ঠিকাদারি প্রতিষ্ঠান দেখাশোনা করে। কেন পারিশ্রমিক বাকি এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানই বলতে পারবে।

ভাস্কর্যটির ঠিকাদারি প্রতিষ্ঠান কন্টিনেন্টালের অংশীদার লাভলু বলেন, শিল্পীকে আমরা ৮ লাখ টাকা দিয়েছি। এরপর প্রস্ততকালীন সময়ে আরও ৪ লাখ টাকা ব্যয় হয়েছে। শিল্পীর সম্মানীর মধ্যেই প্রস্তুতকালীন খরচ থাকবে কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমনই হওয়ার কথা। এখন তো প্রশাসনও পরিবর্তন হয়ে গেছে। আমরা বসে আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করব।

এর আগে গত ১৭ জুন পূর্ব নির্ধারিত কোনো সিদ্ধান্ত ছাড়াই ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি ভাঙচুর শুরু হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে বুধবার (১৮ জুন) অনলাইনে এক জরুরি সভা করে কাজ আপাতত বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ জুন সংশ্লিষ্ট দপ্তর প্রধান এবং ডিনদের সমন্বয়ে আবারও আলোচনায় বসবে প্রশাসন।

এদিকে ভাস্কর্য নির্মাণে প্রশাসনের অনিয়মের তদন্ত, মূল ডিজাইন অনুসারে ভাস্কর্যটি সংস্কার এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয়কারীদের শাস্তির আওতায় আনার ৩ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, ভাস্কর্যটি ভাঙার মধ্য দিয়ে প্রশাসন শিক্ষার্থীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। ভাস্কর্য ভেঙে ফেলা মানে শিল্প সংস্কৃতিকে আঘাত করা। আমরা এর প্রতিবাদ জানাই। এই ভাস্কর্য যদি পুননির্মাণ করে দেওয়া না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিমনা শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলব। এই অঞ্জলি লহ মোর নজরুলের সৃষ্টিকর্মের সঙ্গে জড়িত। এটি ভাঙা মানে নজরুলকে অবমাননা করা। এর সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

রাকসু নির্বাচন / ২৫ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করল ছাত্রদল

১০

মতবিনিময় সভা করেছেন মাওলানা মুহিউদ্দিন রাব্বানী

১১

কর্ণফুলী টানেলে ফের ৩ দিনের ট্র্যাফিক ডাইভারশন

১২

তিন দলের সঙ্গে জামায়াতের বৈঠক

১৩

তরুণদের আকাঙ্ক্ষার বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি : তেনজিং 

১৪

গাজার দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বললেন হাল্ক

১৫

‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল’

১৬

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুললে দেশের উন্নয়ন হবে : মেয়র শাহাদাত

১৭

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু অক্টোবরে

১৮

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির নিন্দা

১৯

আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার ৫২ শিক্ষার্থী

২০
X