জুলাই-আগস্ট অভ্যুত্থানে শাহাদাত বরণকারী সরকারি বাঙলা কলেজের দুই মেধাবী শিক্ষার্থী শহীদ সাগর ও শহীদ রাব্বির স্মরণে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রাটি শুরু হয়।
‘বাঙলার আত্মত্যাগ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও সরকারি বাঙলা কলেজ শাখা। সংগঠনের নেতাকর্মীরা কলেজের বটতলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে যাত্রা শুরু করেন। পদযাত্রাটি মিরপুর-১০-এর গোলচত্বরে পৌঁছে সেখানে শহীদদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ সাগর ও রাব্বির আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সভা থেকেই ১৯ জুলাই দিনটিকে ‘বাঙলার আত্মত্যাগ দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয় ।
মন্তব্য করুন