

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমাদের কাছে আসন সমঝোতার আলোচনা মূল বিষয় নয়। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। এজন্য নবগঠিত জোটে কিছু বিষয়ে আমাদের সমঝোতা হয়েছে। বাকি কিছু বিষয়ে সমঝোতা এখনো বাকি আছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এসব কথা বলেন তিনি।
মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের শুধু আসন ভাগাভাগি গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী দিনের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। জুলাই সনদের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করা। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে সুতরাং দেশের গুরুত্ব বিবেচনা করেই আমাদের নির্বাচনী বোঝাপড়া করতে হচ্ছে। বিষয়টি জনগণকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে, এতে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, যা হচ্ছে সবই দেশের স্বার্থে।
তিনি আরও বলেন, আমরা এখন ১২ থেকে ১৩টি দল নিয়ে বসেছি। সামনে এ জোটের পরিধি আরও বাড়বে। আমরা এ নিয়ে দলগুলোর সঙ্গে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বসেছি। বিস্তারিত আলোচনা জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে আমরা একমত হয়েছি। আমাদের কিছু বিষয়ে মতভেদ থাকতে পারে, তবে আমরা দেশের বৃহত্তর স্বার্থে এ কাজ করেছি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, জনগণের কাছে আমাদের অঙ্গীকার হলো, আমরা যাতে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে পারি। জনগণের বিচারে দেশের পক্ষে যাতে কাজ করতে পারি। জনগণ যে রায় দেবে আমরা সে রায় মাথা পেতে মেনে নেব। সারা দেশে এবি পার্টির ৭০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোন আসনে কে প্রার্থী থাকবে বা থাকবে না এ বিষয়ে পরে আলোচনা করে ঠিক করা হবে।
মঞ্জু বলেন, আমাকে জামায়াত সমর্থিত জোট থেকে সমর্থন জানিয়ে ফেনী দুই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঞা মনোনয়নপত্র দাখিল করেননি। এ থেকে বোঝা যায় জোটের আলোচনা সমঝোতায় আমাকে ফেনী-২ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া জামায়াতের প্রবীণ রাজনীতিক ব্যক্তিত্ব। তিনি আমাকে আসন ছেড়ে দেওয়া মানে একটা বিরাট সেক্রিফাইস।
এ সময় উপস্থিত ছিলেন- এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, জেলার আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মায়মুনা আক্তার রুবি, এবি পার্টির প্রচার সম্পাদক হাবীব মিয়াজি।
মন্তব্য করুন