ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির জহুরুল হক হলে ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু

ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন। ছবি : কালবেলা
ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রথমবারের মতো ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু করা হয়েছে। পাশাপাশি সংস্কারকৃত মসজিদ উদ্বোধন করেছে হল প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও গ্যারেজ উদ্বোধন করেন।

এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান, কুইকনিউজবিডি.কম-এর সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ হলটির প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে। ডিজিটাল কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা গ্যারেজ ব্যবহার করতে পারবেন। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কেউ গ্যারেজ ব্যবহার করতে পারবেন না। তাছাড়া, হলের কেন্দ্রীয় মসজিদটির সংস্কার, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু ও গেট নির্মাণ করা হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক শিক্ষার্থী প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান এবং শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এর পক্ষ থেকে আর্থিক অনুদানে মসজিদের সংস্কার কাজ সম্পন্ন হয়।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ বলেন, আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। আমি দায়িত্ব গ্রহণের পর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বেশ কিছু কাজ করেছি। এই মসজিদ সংস্কার করতে গিয়ে অনেকের সাহায্য ও পরামর্শ পেয়েছি। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাছাড়া, এই ডিজিটাল গ্যারেজের ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট কার্ড পাঞ্চ করে সাইকেল রাখতে ও বের করতে পারবেন। এতে সাইকেল চুরির সম্ভাবনা থাকবে না। এই কাজগুলো সবার সহযোগিতা ও পরামর্শে সম্পন্ন করতে পেরেছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করছি।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ করায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে প্রথমবারের মতো এ ধরনের ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হলো। হলে শিক্ষার্থীদের সাইকেল হারানোর ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তিনি অন্যান্য আবাসিক হলেও ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, হলের জন্য আমাদের বাজেট স্বল্প হওয়ায় হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সাথে নেওয়াটা ‘বেস্ট প্র্যাকটিস’। সমাজ আমাদের প্রতি বিশ্বাস রাখুক এবং তারা বিশ্ববিদ্যালয়ের সাথে আছে এটা আমাদের জন্য বড় পাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে ১০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

‘মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকারের নিশ্চয়তা বিধান আমাদের দায়িত্ব’

অর্থের অভাবে সন্তান বিক্রির চেষ্টা, পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

বীরের বেশে তারেক রহমান প্রত্যাবর্তন করবেন : এনামুল হক

টিকটক করার সময় ট্রেনের ধাক্কা, অতঃপর...

‘দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন মেরিনাররা’

প্রধান শিক্ষকের দুই পা ও ডান হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা কফিল উদ্দিনের উঠান বৈঠক

‘সরকারি অফিস ভাঙচুরের ঘটনায় দোষীদের খুঁজে বের করা হবে’

টানা ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

১০

১৫ বছরের কম বয়সীদের টাইফয়েডের টিকা নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার

১১

লালমনিরহাটের দুর্গাপূজায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা

১২

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার

১৩

রাতের আঁধারে বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কারখানার যন্ত্রাংশ

১৪

বিএনপি সব ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর : নীরব

১৫

বাংলাদেশের ফাইনালের স্বপ্ন গুঁড়িয়ে দিল পাকিস্তান

১৬

বাসাপ্রতি ১০০ টাকার বেশি বর্জ্য চার্জ নেওয়া যাবে না : ডিএসসিসির প্রশাসক

১৭

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

১৮

ছাত্রীদের ‘আপত্তিকর’ প্রস্তাব দেওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

১৯

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর চীনের বড় পদক্ষেপ

২০
X