ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির জহুরুল হক হলে ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু

ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন। ছবি : কালবেলা
ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রথমবারের মতো ডিজিটাল সাইকেল গ্যারেজ চালু করা হয়েছে। পাশাপাশি সংস্কারকৃত মসজিদ উদ্বোধন করেছে হল প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও গ্যারেজ উদ্বোধন করেন।

এ সময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান, কুইকনিউজবিডি.কম-এর সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ হলটির প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে। ডিজিটাল কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা গ্যারেজ ব্যবহার করতে পারবেন। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কেউ গ্যারেজ ব্যবহার করতে পারবেন না। তাছাড়া, হলের কেন্দ্রীয় মসজিদটির সংস্কার, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু ও গেট নির্মাণ করা হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক শিক্ষার্থী প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান এবং শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এর পক্ষ থেকে আর্থিক অনুদানে মসজিদের সংস্কার কাজ সম্পন্ন হয়।

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ বলেন, আজকের দিনটি আমাদের জন্য আনন্দের। আমি দায়িত্ব গ্রহণের পর প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বেশ কিছু কাজ করেছি। এই মসজিদ সংস্কার করতে গিয়ে অনেকের সাহায্য ও পরামর্শ পেয়েছি। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাছাড়া, এই ডিজিটাল গ্যারেজের ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট কার্ড পাঞ্চ করে সাইকেল রাখতে ও বের করতে পারবেন। এতে সাইকেল চুরির সম্ভাবনা থাকবে না। এই কাজগুলো সবার সহযোগিতা ও পরামর্শে সম্পন্ন করতে পেরেছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করছি।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ করায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে প্রথমবারের মতো এ ধরনের ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হলো। হলে শিক্ষার্থীদের সাইকেল হারানোর ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এ সময় তিনি অন্যান্য আবাসিক হলেও ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, হলের জন্য আমাদের বাজেট স্বল্প হওয়ায় হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সাথে নেওয়াটা ‘বেস্ট প্র্যাকটিস’। সমাজ আমাদের প্রতি বিশ্বাস রাখুক এবং তারা বিশ্ববিদ্যালয়ের সাথে আছে এটা আমাদের জন্য বড় পাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

১০

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১১

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১২

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১৩

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৫

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৭

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

১৮

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

১৯

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

২০
X