

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর অবশেষে মাঠে গড়িয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের টুর্নামেন্ট। একই দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা নবাগত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের।
তবে খেলা শুরু হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাঠের বাইরের একটি বিষয়—উদ্বোধনী অনুষ্ঠানে কেন দেখা গেল না বিপিএলের ট্রফি? দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিপিএলের প্রতিটি আসরেই কোনো না কোনো বিতর্ক উঠে আসে, এবারও তার ব্যতিক্রম হয়নি।
সাধারণত বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে টুর্নামেন্ট শুরুর আগে জাঁকজমকপূর্ণ ট্রফি উন্মোচন কিংবা ‘ক্যাপ্টেন্স ডে’ আয়োজন করা হয়। কিন্তু এবারের বিপিএলে সেই দৃশ্য অনুপস্থিত ছিল। জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বিদেশ থেকে ট্রফিটি দেশে এসে না পৌঁছানোয় তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা সম্ভব হয়নি। ফলে ট্রফি ছাড়াই পর্দা উঠেছে এবারের আসরের।
নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকায় পরিকল্পিত বড় উদ্বোধনী অনুষ্ঠান আগেই বাতিল করা হয়েছিল। সিলেটে হওয়া উদ্বোধনী আয়োজনও ছিল তুলনামূলক সাদামাটা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতে অংশ নেন, এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় নিহত শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়। সবশেষে হাজারো বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সূত্রে জানা গেছে, নতুন করে প্রায় ২৫ হাজার ডলার ব্যয়ে ট্রফি আমদানি করা হচ্ছে। ট্রফিটি প্রস্তুত করেছে দুবাইয়ের একটি প্রতিষ্ঠান। ট্রফি দেশে পৌঁছালে আলাদা আয়োজনের মাধ্যমে সেটির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে বলে জানিয়েছে বোর্ড।
মন্তব্য করুন