রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘দ্য মার্কেটিং মাস্টার’র চূড়ান্ত আসর অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য মার্কেটিং মাস্টার ২০২৩-এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য মার্কেটিং মাস্টার ২০২৩-এর চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

দেশের শিক্ষার্থীদের জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য মার্কেটিং মাস্টার ২০২৩’-এর প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবসাবিষয়ক জ্ঞান বিস্তার ও বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটেরিয়ামে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব বা গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়।

রানা গ্রুপের সহযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ও বিজনেস ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান দিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস সাইফুজ্জামান শিখর। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের জেনারেল সেক্রেটারি এ কে এম কামরুজ্জামান খান। এ ছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিমেন্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও প্রসাদ পালসোকার এবং রানার গ্রুপের এইচআর অ্যাডমিন ডিরেক্টর রুদাবা তাজিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ হাবিবা আফরিন।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা পারভীন এবং প্রভাষক মো. সিরাজুম মনির প্রতীকের সঞ্চালনায় প্রতিযোগিতার শুরুতে ছিল প্রতিযোগিতায় প্রাথমিক স্ক্রিনিং এ সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ১৭টি দলকে পেছনে ফেলে ফাইনাল রাউন্ডে উঠে আসা ৫টি দলের প্রেজেন্টেশন পর্ব। এতে পর্যায়ক্রমে অংশগ্রহণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় (আইবিএ), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে দুটি দলসহ মোট ৫টি দল। প্রেজেন্টেশন পর্ব শেষে আরও ৮টি ভিন্ন ভিন্ন রাউন্ডে অংশ নেয় প্রতিযোগীরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রধান অতিথি, সম্মাননীয় অতিথি, বিশেষ অতিথি ও বিচারকমণ্ডলীর বক্তব্য।

রুদাবা তাজিন বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনের সঙ্গী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের মানুষকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গড়া।

তিনি প্রতিযোগীদের দেশের ভবিষ্যৎ আখ্যা দিয়ে বলেন, নতুন নতুন আইডিয়া দিয়ে শিক্ষার্থীরা আরও সামনে এগিয়ে যাবে।’

সারাদেশ থেকে যেসব বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাদের ও আয়োজক বিভাগকে ধন্যবাদ জানিয়ে সম্মাননীয় অতিথির বক্তব্যে এ কে এম কামরুজ্জামান খান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে এধরনের প্রতিযোগিতা অনেক ভূমিকা রাখবে। মার্কেটিংয়ের ইতিহাস ও পলিসি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তর জ্ঞান লাভ করতে হবে এবং শিক্ষার্থীদের মার্কেটিং ও বিজ্ঞাপনের পার্থক্য বুঝতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে আয়োজনের ভূয়সী প্রশংসা করে এমপি সাইফুজ্জামান শিখর বলেন, ‘পৃথিবীর সব কিছুর সঙ্গে মার্কেটিং রয়েছে। আগের যে কোনো ইতিহাসের সঙ্গে মার্কেটিং পাওয়া যায়। আজকের এই আয়োজন প্রমাণ করে আমরা স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছি।’

তিনি আরও বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার শিক্ষা সংস্কৃতি নিয়ে যেভাবে বিকশিত হচ্ছে তাতে বিশ্বের বুকে অতি দ্রুত সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পরিণত হবে। এখন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রায়োগিক জ্ঞান অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ফয়জার রহমান, উপউপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার সুরঞ্জিত মণ্ডলসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আয়োজনের সমাপনী পর্বে প্রধান অতিথি, সম্মানিত অতিথি এবং বিচারকমণ্ডলীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উঠে আসা ৫টি দলের মধ্যে ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে ‘বাসায় যাব’ (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), প্রথম রানার্স আপ হয়েছে ‘বিওয়েল’ (বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস), দ্বিতীয় রানার্স হয়েছে আপ ইউরাস (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়)। প্রথম দলকে বিশ হাজার, দ্বিতীয় দলকে পনেরো হাজার ও তৃতীয় দলকে দশ হাজার টাকার প্রাউজ মানি তুলে দেন প্রধান অতিথি সম্মানিত সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X