ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি) থেকে ক্লাসে ফিরছেন। আইইউবি প্রক্টর অধ্যাপক ড. খসরু মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘শরীফার গল্প’ অংশ নিয়ে বক্তব্যের জেরে তাকে ক্লাস থেকে বিরত থাকতে বলেছিল আইইউবি প্রশাসন।
তাকে ক্লাসে ফেরানোর দাবিতে রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্লাসে ফেরানোর বিষয়ে প্রশাসনের আশ্বাস পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি তুলে নেন।
আইইউবি প্রক্টর অধ্যাপক ড. খসরু মোহাম্মদ সেলিম কালবেলাকে বলেন, দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে উদ্ভুত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সাময়িকভাবে তাকে ক্লাস থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছিলো। পরে বিভ্রান্তি দূর করার জন্য তাকে ক্লাস অব্যাহত রাখতে বলা হয়েছে। আগামীকাল সোমবার থেকে তিনি ক্লাসে ফিরছেন। কর্তৃপক্ষের সিদ্ধান্তও শিক্ষার্থীরা মেনে নিয়েছে।
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অফ এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সের সহযোগী অধ্যাপক ছিলেন। গত ১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইয়ের শরীফার গল্পের প্রতিবাদ করেন সরোয়ার হোসেন। তার এ প্রতিবাদের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাসে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন