রাজধানীর স্বনামধন্য নটরডেম কলেজের ৭৫তম বর্ষপূর্তি উৎসব হবে ২০২৪ সালের ২৫-২৭ জানুয়ারি। তিন দিনব্যাপী এ উৎসবের ক্ষণগণনা শুরু হয়েছে।
আজ বুধবার (২৬ জুলাই) মতিঝিলে কলেজ ক্যাম্পাসে এ উপলক্ষে বর্ষপূর্তির সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উৎসবের লোগো ও থিম সং-এরও উদ্বোধন করা হয়েছে।
সূচনা অনুষ্ঠানের শুরুতেই ছিল মূল্যবোধের ক্লাস, যার বিষয় ছিল 'নটর ডেম কলেজের ৭৫ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্তমান ছাত্রদের কাছে প্রত্যাশা'। এরপর সূচনা অনুষ্ঠানের মূল আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, কলেজের অ্যালামনাই ব্রিগেডিয়ার জেনারেল মো. রিফায়েত উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের শিক্ষক ভিনচ্যান্ট তিতাস রোজারিও।
আরও পড়ুন : বাধা ডিঙিয়ে বুয়েটে আল আমিন
সূচনা-অনুষ্ঠানে মঞ্চে ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ ও নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন। কলেজের বর্তমান ও প্রাক্তন নটরডেমিয়ানদের রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ১ আগস্ট , যা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। কলেজে বুথ থেকে এই রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়াও http://103.106.118.10/nde 75 year alumni/reunion_entry.php. লিংক ব্যবহার করে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে কলেজে ওয়েবসাইট ও অফিসিয়াল ফেইসবুক পেইজে।
রেজিস্ট্রেশনের উদ্বোধন শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সব শেষে ছিল বর্ণাঢ্য র্যালি, যেখানে অংশ নিয়েছেন শিক্ষক, আগত অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এরপর এক সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও ৭৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে কলেজের নানা আয়োজনের প্রস্তুতির কথা জানান। তিনি জানান, এই বছর ও আগামী বছর দেশের বিভাগীয় পর্যায়ে পালন করা হবে নটর ডেম কলেজ উৎসব। এই উৎসবের অংশ হিসেবে থাকবে শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিভাগীয় পর্যায় শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে রাজধানীতে, নটরডেম কলেজ প্রাঙ্গণে।
এছাড়াও ৩ নভেম্বর কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজ প্রাঙ্গণে কলেজের ক্লাবগুলো পালন করবে ক্লাব-উৎসব।
মন্তব্য করুন