কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ এএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি নিম্ন স্বাক্ষরকারী গত ১৬ জুন, ২০২৩ তারিখ পূর্বাহ্ন থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত আছি। ব্যক্তিগত কারণে উক্ত পদে আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বিধায় আমি অদ্য ৮ সেপ্টেম্বর উল্লেখিত সদস্য পদ থেকে পদত্যাগ করছি এবং আমি আমার পূর্বের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক (গ্রেড-১) (মূল পদ) পদে আগামী ৯ সেপ্টেম্বর পূর্বাহ্নে পুনঃযোগদান করব।

এমতাবস্থায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এদিকে, আজ ইউজিসি অপর দুই সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং অধ্যাপক ড. মো. জাকির হোসেনও পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রথমে পদত্যাগ করেন। এরপর ইউজিসি সদস্য অধ্যাপক ড. হাসিনা খান পদত্যাগপত্র জমা দেন। এছাড়া, কমিশনের অপর সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ৫ আগস্টের পর থেকেই আর অফিস করেননি। গত ১ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হয়। বাকি দুই ইউজিসি সদস্য পদত্যাগ করলে সদস্যশূন্য হবে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরকে কমিশনের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিলো। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য আগামী ২০ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ৭৬ দিন অস্ট্রেলিয়ায় অবস্থান করবেন। চেয়ারম্যান বিদেশে অবস্থানকালে কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২২ সালে ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসার জন্য যান। সে সময় তার অনুপস্থিতিতে কমিশনের সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন

চকবাজারে আবাসিক ভবনে আগুন

খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান জামায়াতের

গোসল করতে নেমে প্রাণ গেল তামিমের

চলন্ত যানবাহনে নামাজ আদায় করার সঠিক নিয়ম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

মার্কিন হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক জোটের দ্বারস্থ ভেনেজুয়েলা

নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতির

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে

হাসিনা, রেহানা, টিউলিপ কেন আইনজীবী পাননি, বিচারকের ব্যাখ্যা

১০

কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল বিএনপি নেতার

১১

শিক্ষকদের কর্মবিরতিতে চট্টগ্রামের সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ

১২

গৃহবধূকে পিটিয়ে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৩

তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

১৪

বিপিএল : নোয়াখালীর অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যিনি

১৫

হাসিনা-টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চায় দুদক

১৬

মৃত্যুর পর ভাই-বোনের কি আর দেখা হবে না? যা বলছেন আহমাদুল্লাহ

১৭

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউমার্কেটে দোয়া মাহফিল

১৮

পরিবার সঞ্চয়পত্র নিয়ে যা যা জানা দরকার

১৯

হাত-পা বাঁধা অবস্থায় মিলল নিরাপত্তা প্রহরীর মরদেহ

২০
X