ববি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া

সহকারী জজে সারা দেশে প্রথম ববির হালিমাতুস সাদিয়া। ছবি : সংগৃহীত
সহকারী জজে সারা দেশে প্রথম ববির হালিমাতুস সাদিয়া। ছবি : সংগৃহীত

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছেন হালিমাতুস সাদিয়া। টানা চতুর্থবার প্রথম স্থানকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এবার প্রথম স্থান অধিকার করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এএমরেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। সাদিয়ার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে।

এবার চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে মনোনীত ১০২ জনের তালিকা প্রকাশ করা হয়। তালিকা থেকে প্রাথমিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী জজ হিসেবে মনোনীত তিন শিক্ষার্থীর নাম জানা যায়। বাকি দুজন হলেন- আইন বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী সুব্রত পোদ্দার ও ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত। তাদের মেধাক্রম ৪৭তম ও ৫২তম স্থান।

সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী হালিমাতুস সাদিয়া বলেন, এই অর্জন শুধু আমি একার নয়। মা, বাবা, শিক্ষক, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই। সবচেয়ে আনন্দ লাগছে এই ভেবে, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছি। এর থেকে আনন্দ আর কী হতে পারে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সহকারী জজ পরীক্ষায় ৫২তম স্থান অর্জনকারী শিক্ষার্থী নূর-ই-নিশাত জানান, আমি প্রথমে মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জানাই। আমার সফলতার পেছনে বিভাগের পিতা ও মাতা এবং শিক্ষকদের অবদান রয়েছে। সবাই চায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে, সেই প্রতিষ্ঠার একটি জায়গায় আমি অবস্থান করতে চলেছি। দেশের মানুষদের সেবা করতে চাই ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবো।

সহকারী জজে উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন বলেন, দারুণ একটি সুসংবাদ পেয়ে আমরা আবির্ভূত ও অত্যন্ত আনন্দিত। নানা প্রতিবন্ধকতা জয় করে আমাদের শিক্ষার্থীরা যে কোনো জায়গায় যোগ্যতার প্রমাণ করতে পারে তারই উদাহরণ সহকারী জজে চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা। আমাদের বিশ্ববিদ্যালয়ে নানা সংকট থাকা সত্ত্বেও তারা যোগ্যতার প্রমাণ করতে সচেষ্ট। এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৩তম বিজেএস পরীক্ষায় শিউলী নাহার, ১৪তম বিজেএস পরীক্ষায় সুমাইয়া নাসরিন ও ১৫তম বিজেএস পরীক্ষায় আশিক উজ জামান প্রথম হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১০

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১১

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১২

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১৩

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১৫

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৬

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৭

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৮

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৯

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

২০
X